মধ্যরাতে দাঁড়িয়ে থাকা মারুতিকে ধাক্কা পিকাপ ভ্যানের, আহত চালক ও খালাসি

আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান তারায়।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
c45yyu

File Picture

নিজস্ব সংবাদদাতা: মধ্যরাতে দাঁড়িয়ে থাকা মারুতিকে ধাক্কা মারল পিকাপ ভ্যান। তার জেরে আহত হল চালক ও খালাসি দুজনেই। ঘটনা পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুর লোকাল থানার অন্তর্গত বসন্তপুর এলাকার ১৬ নং জাতীয় সড়কের। এই জাতীয় সড়কের ওপরেই মধ্যরাতে দাঁড়িয়ে থাকা মারুতি গাড়িকে পিকাপ ভ্যান সজোরে ধাক্কা মারে।

cgfhiyu77

আহত হন চালক ও খালাসি। ঘটনা স্থলে খড়গপুর লোকাল থানার পুলিশ উপস্থিত হয়। আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান তারায়। পাশাপাশি গাড়িটিকেও উদ্ধার করেছে পুলিশ।