তমলুকে পথ দুর্ঘটনা, ট্যাঙ্কার-মারুতি ভ্যান সংঘর্ষে মৃত ৩, আহত ১

যা জানা যাচ্ছে মারুতি ভ্যানটি হলদিয়ার দিক থেকে মেচেদার দিকে যাচ্ছিল।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
accident-1200x560_20201126095622.jpg

File Picture

নিজস্ব সংবাদদাতা: ট্যাঙ্কার-মারুতি ভ্যান সংঘর্ষে প্রাণ হারালেন তিনজন। ঘটনাটি ঘটেছে তমলুক থানার অন্তর্গত হলদিয়া মেচেদা জাতীয় সড়কে কুমারগঞ্জ এর কাছে দাঁড়িয়ে থাকা গ্যাস ট্যাঙ্কারকে একটি মারুতি ভ্যান ধাক্কা মারে। তমলুক থানার পুলিশ গিয়ে আহতদের উদ্ধার করে তাম্রলিপ্ত গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে আসে। 

tamluk college

হাসপাতাল সূত্রে জানা গেছে একজন গুরুতর আহত তমলুক হাসপাতালে ভর্তি আছে। বাকি তিনজনকে মৃত বলে ঘোষণা করা হয়েছে। ঘটনাস্থল ঘিরে রেখেছে তমলুক থানার পুলিশ। মৃত ব্যক্তিদের এবং আহত ব্যক্তির পরিচয় এখনও জানা যায়নি। মারুতি ভ্যানটি হলদিয়ার দিক থেকে মেচেদার দিকে যাচ্ছিল বলে জানা গিয়েছে।

vdgunh