নিজস্ব সংবাদদাতা: বিয়ে বাড়িতে তারস্বরে মাইক বাজিয়ে চলছে বিচিত্রা অনুষ্ঠান। হুঁশ নেই মাধ্যমিক পরীক্ষার জন্য সরকারের দেওয়া নির্দেশ। এই অভিযোগ পেয়ে দল বেঁধে দুর্গাপুরের ইস্পাত নগরীর নেতাজি ভবনে বিয়ে বাড়িতে হাজির দুর্গাপুর থানার পুলিশ। বাজেয়াপ্ত করা হয় মিক্সার মেশিন ও একাধিক মিউজিকের মেশিন।
জানা গেছে, বুধবার সন্ধ্যা থেকে ইস্পাত নগরীর নেতাজি ভবনে বিয়ের অনুষ্ঠান চলছিল। সেই জন্য বাজানো হচ্ছিল তারস্বরে মাইক। এলাকায় রয়েছে একাধিক মাধ্যমিক পরীক্ষার্থী। তাদের পরিবারের কাছ থেকে অভিযোগ পেয়ে দুর্গাপুর থানার পুলিশ বিয়ের অনুষ্ঠানে হানা দেয়। মাধ্যমিক পরীক্ষার সময় কোনভাবেই তারস্বরে লাউড স্পিকার বাজানো যাবে না রাজ্য প্রশাসনের তরফ থেকে বেঁধে দেওয়া হয়েছিল সেই নিয়ম। সেই নির্দেশ লঙ্ঘন করেই চলছিল এই বিয়ের অনুষ্ঠান।
এই অভিযোগ পাওয়া মাত্রই কড়া সিদ্ধান্ত নেওয়া হয় প্রশাসনের পক্ষ থেকে। মাধ্যমিক পরীক্ষার্থীদের যাতে কোন সমস্যা না হয় সেদিকে প্রতিটি এলাকাতেই কড়া নজরদারি চলছে বলে পুলিশের তরফ থেকে জানানো হচ্ছে।