নিজস্ব সংবাদদাতা: শীত মানেই বাজারের রং বেরঙের নানান সবজি। কিন্তু এবারের শীত যেন আগুন জ্বালিয়ে দিচ্ছে সাধারণ মানুষের রান্নাঘরে। মাত্রা ছাড়া সবজি বাজারের দামে নাজেহাল সাধারণ মানুষ। আলু পেঁয়াজ ঝিঙে উচ্ছে মূলো সহ বিভিন্ন জিনিসের দাম ঊর্ধ্বমুখী। কলকাতা থেকে শিলিগুড়ি সর্বত্র চিত্রটা একই। কৃষকরা বলছেন খেতে ফসল হচ্ছে না আর সেই কারণেই চাহিদার সঙ্গে সঙ্গত করতে পারছেন না তারা।
একদিকে যখন সবজির বাজারের দাম অগ্নি মূল্য ঠিক সেই সময় কয়েক বিঘা ক্ষেতের ফসল নষ্ট করে দেওয়ার অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে। রাতের অন্ধকারে এই অপকর্ম সংঘটিত হয়েছে শিলিগুড়ি মহকুমা পরিষদের অন্তর্গত জালাস নিজাম তারা অঞ্চলের ঝমকলাল জোত গ্রামে। অভিযোগ জমিতে থাকা বেগুন ফুলকপি সহ অন্যান্য ফসল কেটে ফেলা হয়েছে।
জমির মালিক এদিন ভেঙে পড়ে জানিয়েছেন ঋণ নিয়ে মহাজনের কাছ থেকে চরা সুদে এই ফসল চাষ করেছিলেন। এবার কি করে সেই রিন পরিশোধ করবেন খাবেন কি! তার সাথে কারোর কোন শত্রুতা নেই। এর আগে কখনোই এমন ঘটনা ঘটেনি বলে অভিযোগ করছেন ওই কৃষক।
শিলিগুড়ি মহকুমার ফাঁসিদেওয়া ব্লক মূলত কৃষি প্রধান এলাকা হিসেবেই পরিচিত। শুধু একটি জমি নয় বিঘার পর বিঘা জমি এভাবেই নষ্ট করে দেওয়া হয়েছে বলে অভিযোগ। এদিকে ঘটনার খবর পেয়ে ফাঁসি দেওয়া থানার পুলিশ পৌঁছে যায় ঘটনাস্থলে। রাতের অন্ধকারে কে বা কারা এই কাজ করেছে তা বুঝে উঠতে পারছেন না পাড়া প্রতিবেশীরাও। ক্ষেতের ফসলের দিকে তাকিয়ে কান্নায় ভেঙে পড়েছেন চাষিরা।