রাত পোহালেই টুসু পরব, পুরুলিয়ায় বাজার ছেয়েছে রঙিন চৌদলে

বাংলার এই পরব মিস করা যায় না।

author-image
Anusmita Bhattacharya
New Update
WhatsApp Image 2025-01-14 at 7.25.03 PM

নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া: রাত পোহালেই মকর সংক্রান্তি৷ আর রাঢ় বাংলায় টুসু পরব৷ পুরুলিয়া শহরের বাজার এলাকাগুলি ছেয়ে গেছে রঙবেরঙের চৌদলে৷ চলছে কেনাবেচা৷ পরবের জন্য শেষ মুহূর্তের প্রস্তুতি এখন তুঙ্গে৷ জেলার বিভিন্ন প্রান্ত থেকে মহিলারা চৌদল কিনতে ভিড় জমিয়েছেন শহরের বাজারগুলিতে৷ দাম 50 টাকা থেকে শুরু৷ সবচেয়ে বেশি 1000 টাকা দামের চৌদল মিলছে বাজারে৷ তবে ব্যবসায়ীদের দাবি, বিক্রি গত বছরের তুলনায় কিছুটা কমেছে৷

প্রথা মাফিক আজ চৌদল কিনে বাড়িতে স্থাপন করা হবে৷ সারারাত জেগে টুসু গান গাইবেন বাড়ির মহিলারা৷ আগামীকাল চৌদলে টুসুকে চাপিয়ে গান গাইতে গাইতে কংসাবতী নদীসহ শহরের বিভিন্ন জলাশয়ে দেওয়া হবে বিসর্জন৷