নিজস্ব সংবাদদাতা, খড়গপুর : খড়গপুরে সোনার দোকানে ডাকাতি ও গুলি চালানোর ঘটনায় চাঞ্চল্যকর তথ্য। জানা যাচ্ছে গা ঢাকা দিতে জামা প্যান্ট খুলে ধান জমিতে লুকিয়ে ছিল দুষ্কৃতীরা। ড্রোনের মাধ্যমে তল্লাশি চালিয়ে পাঁচজন দুষ্কৃতিকে কয়েক ঘন্টার মধ্যেই গ্রেফতার করলো পুলিশ। জানা গিয়েছে, দুদিন আগে থেকে খড়গপুরের রেল কোয়ার্টারে বসেই ডাকাতির পরিকল্পনা করেছিলো দুষ্কৃতীরা। ডাকাতির জন্য আগের থেকেই ছক কষেছিলো দুষ্কৃতি দল। খড়গপুরের সোনার দোকানে শুট আউটের ঘটনায় চার ঘণ্টার মধ্যেই দুষ্কৃতীদের গ্রেফতার করে শহরবাসীর পাশে থাকার আশ্বাস দিলেন পশ্চিম মেদিনীপুর জেলার পুলিশ সুপার ধৃতিমান সরকার। ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে তিনটি বন্দুক, তিনটি গুলি ভর্তি কার্তুজ, একটি ছুরি, ডাকাতির কাজে ব্যবহৃত একটি গাড়ি, পাঁচটি মোবাইল। যদিও এখনও পর্যন্ত কোনরকম টাকা পয়সা বা সোনার গহনা উদ্ধার হয়নি ধৃতদের কাছ থেকে। ধৃতরা প্রত্যেকেই বিহারের বাসিন্দা বলে জানিয়েছেন পুলিশ সুপার ধৃতিমান সরকার।