তরমুজ বোঝাই লরিতে গাঁজা পাচার

ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।

author-image
Jaita Chowdhury
New Update
কয়লা বোঝাই লরি সমেত চালক আটক অন্ডালে

নিজস্ব সংবাদদাতা: তরমুজ বোঝাই লরিতে গাঁজা পাচার। এসফিএফের হাতে গ্রেফতার লরির মালিক। মধ্যরাতে পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা ব্লকের ধামতোর এলাকায় ১৬ নং জাতীয় সড়কের ওপর একটি তরমুজ বোঝাই লরি থেকে প্রায় সাড়ে তিন কুইন্টাল গাঁজা উদ্ধার করলো এসটিএফ।

২৩ কয়লা বোঝাই লরি আটক পুলিশের

গোপন সূত্রে খবর পায় উড়িষ্যা থেকে একটি দশ চাকা লরিতে তরমুজ বোঝাই গাড়ি কলকাতার দিকে যাচ্ছে। সেই লরিতেই গাঁজা পাচার হচ্ছিল। এসফিএফ ডেবরা থানার পুলিশকে সঙ্গে নিয়ে ওই লরিতে তল্লাশি চালাতেই চক্ষু চড়কগাছ। উদ্ধার প্রায় সাড়ে তিন কুইন্টাল গাঁজা। ইতিমধ্যে লরির মালিককে গ্রেফতার করে আদালতে পাঠিয়েছে পুলিশ। পুলিশ সূত্রে খবর মালিকের বাড়ী ডেবরা বাজার সংলগ্ন এলাকায়।