দূষণমুক্ত শহর গড়ে তোলার লক্ষ্যে আয়োজিত হল ম্যারাথন দৌড় প্রতিযোগিতা

আয়োজিত হল ম্যারাথন দৌড় প্রতিযোগিতা।

author-image
Adrita
New Update
া

নিজস্ব সংবাদদাতা, দুর্গাপুর: দুর্গাপুর শহরকে বিশ্বের কাছে তুলে ধরতে ও ভবিষ্যৎ প্রজন্মকে সুস্থ জীবন গড়ার প্রত্যয়ে আয়োজিত হল ডি এস এম এস ম্যারাথন দৌড় প্রতিযোগিতা। শীতের সকালে পরিবেশ বান্ধব রোড রান হয়ে গেল  ২৫ শে জানুয়ারি সকাল সাড়ে আটটায়। দুর্গাপুর সাব ডিভিশনাল স্পোর্টস এসোসিয়েশন এবং  দুর্গাপুর রেফারি এসোসিয়েশনের সহযোগিতায় এর দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ডিএসএমএস কলেজ ক্যাম্পাসেই এই ম্যারাথন দৌড়ের  শুরু এবং সমাপ্তি স্থান ঘোষিত হয়েছিল। এই বছর এই ম্যারাথন দৌড় তৃতীয় বর্ষের পদার্পণ করল।

পলিউশন ফ্রি সলিউশন ট্রি  বার্তা নিয়ে শহর দুর্গাপুরকে দূষণমুক্ত করার সচেতনতা বৃদ্ধিতে এই ম্যারাথন দৌড়ে পুরুষ ও মহিলা উভয় প্রতিযোগীরাই মোট ১০ কিলোমিটার রোডে রানে অংশগ্রহণ করতে চলেছেন। পুরুষ ও মহিলা অংশগ্রহণকারীদের  প্রথম স্থান অধিকার ৩০ হাজার টাকা দ্বিতীয় স্থান অধিকারী ২৪ হাজার টাকা , তৃতীয় স্থান অধিকারী  ১৮০০০ টাকা, চতুর্থ স্থান অধিকারী ১২০০০ হাজার টাকা, ২০০০ টাকা করে ১২ জনকে দেওয়া হয়েছে।

মোট দু লক্ষ টাকা পুরস্কার মূল্যের  পাশাপাশি প্রতিটি অংশগ্রহণকারীদের জন্য থাকছে  সার্টিফিকেট মেডেলও টি শার্ট ও।