নিজস্ব সংবাদদাতা, দুর্গাপুরঃ নেতাজির জন্মদিনে ম্যারাথন দৌড়। লায়ন্স ক্লাবের উদ্যোগে উৎসাহিত যুব সমাজ। বৃহস্পতিবার সকালে দুর্গাপুরের সিটি সেন্টারের একটি শপিং মলের সামনে থেকে 5K ম্যারাথন দৌড় শুরু হয়। নেতাজি সুভাষচন্দ্র বসুর ছবিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়।
তারপরেই ম্যারাথন দৌড়ের উদ্বোধন করেন মহকুমা শাসক সৌরভ চট্টোপাধ্যায়, প্রশাসক মন্ডলীর চেয়ারপার্সেন অনিন্দিতা মুখোপাধ্যায়, এসিপি ট্রাফিক থ্রি রাজকুমার মালাকারসহ প্রশাসনিক আধিকারিকরা ও লায়ন্স ক্লাবের কর্মকর্তারা। মহকুমা শাসক সৌরভ চট্টোপাধ্যায় বলেন," আজকের ম্যারাথন দৌড় বাড়তি অনুপ্রেরণা দেবে আগামী প্রজন্মকে। সকলকে সুস্থ ও ভালো থাকতে শরীরচর্চা আর প্রাত:ভ্রমণ করা জরুরী। "