মাওবাদী পোস্টার! নেপথ্যে ক্ষমতার লড়াই?

মেলা! মাওবাদী পোস্টার! কী বললো পুলিশ?

author-image
Pallabi Sanyal
New Update
োোেে

নিজস্ব প্রতিনিধি, ঝাড়গ্রাম : ঝাড়গ্রামের বেলপাহাড়ি থানার ওড়গোঁদা এলাকায় মাওবাদী নামাঙ্কিত পোস্টার ঘিরে এলাকায় চাঞ্চল্য। ওই পোস্টারে ওড়গোঁদার মেলা সম্পর্কে লেখা রয়েছে। সেই সঙ্গে বেলপাহাড়ি ও বিনপুর থানার আইসিদের হুঁশিয়ারি দেওয়া হয়েছে। কে বা কারা ওই এলাকায় পোস্টার দিয়েছে তা খতিয়ে দেখার কাজ শুরু করেছে পুলিশ। ঝাড়গ্রাম জেলার পুলিশ সুপার অরিজিৎ সিনহা বলেন, ''এগুলো বোগাস পোস্টারিং, স্থানীয় একটি মেলার কন্ট্রোল কার হাতে থাকবে তা নিয়ে দুই গ্রুপের মধ্যে সমস্যা, এটা তার প্রতিফলন, কোনো মাওবাদী বিষয় নয় এটা। তবে পুলিশ বিষয়টি খতিয়ে দেখার কাজ শুরু করেছে।''

hiring.jpg