নিজস্ব সংবাদদাতা : পঞ্চায়েত ভোটের আগে ফের অশান্ত হয়ে উঠেছে জঙ্গলমহলের একাংশ। মঙ্গলবার ঝাড়গ্রামে মাওবাদীদের নামাঙ্কিত একগুচ্ছ পোস্টার উদ্ধার করা হয়েছে। আর তা নিয়ে শোরগোল পড়ে গেছে জামবনি থানার চিল্কিগড়ে। সেখানে কনকদুর্গা মন্দিরের কাছে জঙ্গলে পোস্টারগুলি দেখতে পায় স্থানীয় বাসিন্দারা। সাদা কাগজের উপর লাল কালিতে তৃণমূল ও রাজ্য সরকারের বিরোধিতায় একাধিক বক্তব্য লেখা রয়েছে তাতে। সেইসঙ্গে হুমকি, '২০১০-১১ সালের মতো এবার তৃণমূলকে বিদায় দেওয়া হবে'। কোনওটায় আবার লেখা, 'আবার রক্ত ঝরবে'। পোস্টারগুলো আদৌ মাওবাদীদের নাকি বিজেপির সেটা নিয়ে তরজা শুরু হয়েছে। পুলিশ দাবি করছে যে এসব ভুয়ো পোস্টার।