'তৃণমূলের রক্ত ঝরবে'! পঞ্চায়েত ভোটের আগে আবার মিলল পোস্টার

পঞ্চায়েত ভোটের আগে ঝাড়গ্রামে উত্তেজনা। পোস্টার উদ্ধার হতেই ভোটে সন্ত্রাসের আশঙ্কা শুরু। উত্তপ্ত বাংলার রাজনীতিও। পোস্টারগুলো কি মাওবাদীদের? কী লেখা রয়েছে তাতে?

author-image
Anusmita Bhattacharya
New Update
posterm

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতা : পঞ্চায়েত ভোটের আগে ফের অশান্ত হয়ে উঠেছে জঙ্গলমহলের একাংশ। মঙ্গলবার ঝাড়গ্রামে মাওবাদীদের নামাঙ্কিত একগুচ্ছ পোস্টার উদ্ধার করা হয়েছে। আর তা নিয়ে শোরগোল পড়ে গেছে জামবনি থানার চিল্কিগড়ে। সেখানে কনকদুর্গা মন্দিরের কাছে জঙ্গলে পোস্টারগুলি দেখতে পায় স্থানীয় বাসিন্দারা। সাদা কাগজের উপর লাল কালিতে তৃণমূল ও রাজ্য সরকারের বিরোধিতায় একাধিক বক্তব্য লেখা রয়েছে তাতে। সেইসঙ্গে হুমকি, '২০১০-১১ সালের মতো এবার তৃণমূলকে বিদায় দেওয়া হবে'। কোনওটায় আবার লেখা, 'আবার রক্ত ঝরবে'। পোস্টারগুলো আদৌ মাওবাদীদের নাকি বিজেপির সেটা নিয়ে তরজা শুরু হয়েছে। পুলিশ দাবি করছে যে এসব ভুয়ো পোস্টার।