নিজস্ব সংবাদদাতাঃ বর্ধমান ও দমদম স্টেশনের কাছে লাইনের কাজ চলছে। যার জন্য বাতিল করা হয়েছে বহু লোকাল ট্রেন। সূত্র মাত্রফত জানা গিয়েছে যে, শনিবার হাওড়া-বর্ধমান মেন লাইনে আপ ও ডাউনে বারোটি ও কর্ড লাইন দশটি ট্রেন বাতিল থাকবে। শিয়ালদহ ডিভিশনে একই দিনে বিভিন্ন শাখায় ৪২টি ট্রেন বাতিল ঘোষণা করেছে রেল।
শিয়ালদহ মেইন লাইনে দমদম স্টেশনে রেলের কাজের জন্য আট ঘণ্টার পাওয়ার ব্লক রাখা হচ্ছে। শুক্রবার রাত ১১ টা ৩৫ মিনিট থেকে শনিবার সকাল ৭ টা ৩৫ মিনিট পর্যন্ত দমদম মেন লাইনে রক্ষণাবেক্ষণের কাজ চলবে। ট্র্যাফিক ব্লক করা হবে। যার ফলে মেইন লাইন এবং কর্ড লাইন দুই শাখাতেই ট্রেন চলাচল বিঘ্নিত হবে।
সূত্র মারফত জানা গিয়েছে যে, শিয়ালদহ কর্ড লাইনে একজোড়া শিয়ালদহ-বনগাঁ লোকাল, একজোড়া শিয়ালদহ–হাসনাবাদ লোকাল, চার জোড়া শিয়ালদহ – ডানকুনি লোকাল এবং একজোড়া শিয়ালদহ–দত্তপুকুর লোকাল শনিবার বাতিল থাকছে। শিয়ালদহ মেইন শাখায় বাতিল থাকছে একজোড়া শিয়ালদহ–শান্তিপুর লোকাল, একজোড়া শিয়ালদহ–গেদে লোকাল, দু জোড়া শিয়ালদহ–কৃষ্ণনগর লোকাল, দু জোড়া শিয়ালদহ–রানাঘাট লোকাল এবং একজোড়া বারাকপুর লোকাল বাতিল থাকছে। সেই সঙ্গে বাতিল থাকছে দু জোড়া নৈহাটি বজবজ লোকালও। এক জোড়া বজবজ-শিয়ালদহ লোকালও বাতিল করা হয়েছে। এর বাইরে হাওড়া-বর্ধমান শাখায় মোট ২২টি ট্রেন বাতিল থাকছে।