মেগা বৈঠকে একাধিক নির্দেশ মানস রঞ্জন ভুঁইয়ার

পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা অডিটরিয়াম হলে একটি সাংগঠনিক বর্ধিত সভা হয়।

author-image
Adrita
New Update
gf

নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা অডিটরিয়াম হলে একটি সাংগঠনিক বর্ধিত সভা হয়।যেখানে  প্রতিটি ব্লক থেকে নির্বাচিত  প্রতিনিধি এবং গুরুত্বপূর্ণ নেতৃত্বদের এই সভায় আহ্বান করা হয়েছিল। আজ ২১ তারিখ এবং আগামীকাল ২২ তারিখ দলের বিভিন্ন কর্মসূচি নিয়ে আলোচনা হয় এদিন। এই সভায় ঘাটাল সাংগঠনিক জেলার সভাপতি আশীষ সুদাইত এবং চেয়ারম্যান শংকর দোলাই দশটি ব্লকের সভাপতি জেলা পরিষদ মেম্বার, পঞ্চায়েত সমিতির সভাপতি, এবং বিভিন্ন পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ গনের মধ্যে অনেকেই উপস্থিত ছিলেন।যেখানে বিভিন্ন বক্তারা বিভিন্নভাবে রাজনৈতিক  পর্যালোচনা করেন, সেই সঙ্গে  আগামী দিনে পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রী মানস ভুঁইয়া গুরুত্বপূর্ণ কিছু কর্মসূচি ঘোষণা করেন। গত বিধানসভা নির্বাচনে যে সমস্ত ব্লকের  বুথ গুলো ভোটের নিরিখে পিছিয়ে গিয়েছিল, সেখানে পায়ে হেঁটে সাইকেলে করে সেই বুথ গুলিতে জনপ্রতিনিধি এবং নেতৃত্বদেরকে পৌঁছাতে হবে, মানুষের সঙ্গে কাজ করতে হবে মানুষের সঙ্গে কথা বলতে হবে, যদি ডি এম, এস পি, আজকে মাদুরে বসে তারা মানুষের কথা শুনতে পারেন।

আমরা কেন পারব না, গ্রামে কোন মোটরসাইকেল চারচাকা এবং মাতব্বরি দাদাগিরি এইসব চলবেনা আমাদের নেত্রী মমতা ব্যানার্জি নেতা অভিষেক ব্যানার্জি বার্তা দিয়েছেন, মানুষের সঙ্গে নিবিড় সম্পর্ক তৈরি করতে হবে। আজকে যখন ১০০ দিনের কাজের টাকা কেন্দ্রীয় সরকার দিচ্ছে না গরিব মানুষ আবাস প্লাসের টাকা যখন পাচ্ছে না, এখন বাংলার মাটিতে তারা ধর্মীয় মেরুকরণ তৈরি করতে চাইছে, এই কথাগুলো মানুষের কাছে পৌঁছাতে হবে।অযোধ্যার মন্দিরে  রামলালা সম্মানের সঙ্গে পুজিত হোক , কিন্তু বাংলার প্রতিটি মানুষের অন্তরে মমতা ব্যানার্জির উন্নয়নের প্রতীক হয়ে রয়েছেন।
 তিনি কর্মীদেরকে সতর্ক করে বলেন বিজেপি চক্রান্ত করছেন বাংলার মাটিতে একটা অশান্তির বাতাবরণ তৈরি করার। আমরা যারা মমতা ব্যানার্জির সৈনিক আমরা যারা কর্মী,  বহু চক্রান্তকে আমরা ব্যর্থ করেছি, বিজেপির বহু রাজনৈতিক পরিকল্পনা আমরা প্রতিহত করতে পেরেছি,
 আগামী দিনের সব রকম চক্রান্তকে ব্যর্থ করে আমরা এগোতে পারবো আমাদের সর্বোচ্চ নেত্রী মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জি নেতৃত্বে।
 অঞ্চল বুথের বিভিন্ন কর্মসূচিতে শাখা সংগঠনকে নামার কথা বলেন, প্রতিটি শাখা সংগঠন আলাদা করে সম্মেলন এবং প্রতিবাদ সভা এবং মিছিল করবে বোকিয়া টাকার দাবিতে।

নিজেদের মতো কোন দ্বন্দ্ব মতভেদ রাখা যাবে না সবাইকে একসঙ্গে চলার পরামর্শ দেন, সংবাদ মাধ্যমের কাছে কেউ আলাদা করে মুখ খুলতে পারবেনা এই বার্তাও দেন মন্ত্রী ডঃ মানস রঞ্জন ভূঁইয়া। এছাড়াও উপস্থিত ছিলেন ঘাটাল সাংগঠনিক জেলার তৃনমুল কংগ্রেসের সভাপতি আশীষ হুদাইত, চেয়ারম্যান শঙ্কর দোলুই, ঘাটাল সাংগঠনিক জেলার যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি সৌরভ চক্রবর্তী সহ অনান্যরা।