নিজস্ব সংবাদদাতাঃ পুলিশে একাধিক রদবদল পূর্ব মেদিনীপুর জেলায়। মূলত সাব ইন্সপেক্টরদের রদবদল করা হয়েছে। এছাড়াও জেলা পুলিশের তরফ থেকে যে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে, তাতে দেখা যাচ্ছে, চার ওসি সহ মোট ৬ জনের পদোন্নতি হয়েছে। ৬ আধিকারিকের বদলি হয়েছে। এছাড়া দুই সাব ইন্সপেক্টর ও একজন প্রফেশনাল সাব ইন্সপেকটরের থানা বদল করা হয়েছে। মঙ্গলবার সাব ইন্সপেক্টরদের রদবদল সংক্রান্ত এই বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এদিন রাজ্য পুলিশের তরফে জারি করা হয় অপর এক বিজ্ঞপ্তি। ইন্সপেক্টর পদে পদোন্নতি ঘটেছে পূর্ব মেদিনীপুরের নন্দকুমার, সুতাহাটা, দুর্গাচক ও কোলাঘাট থানার ওসি-র। যাঁদের পদোন্নতি হয়েছে তাঁরা হলেন সঞ্জয় মাইতি, বিনয় কুমার মান্না, মাহিয়ুল ইসলাম, মনোজ কুমার ঝাঁ, সত্যজিৎ চাণক ও মহম্মদ আলি।
বর্তমানে হলদিয়া থানায় রয়েছেন সাব ইন্সপেক্টর সঞ্জীব দত্ত। তিনি দায়িত্ব নিচ্ছেন দুর্গাচক থানার ওসি হিসেবে। নয়াচর কোস্টাল থানার ওসির পদ থেকে সরানো হয়েছে অভিজিৎ পাত্রকে। তিনি যাচ্ছেন সুতাহাটা থানার ওসির দায়িত্বে। হলদিয়া থানা থেকে গিয়ে নয়াচর কোস্টাল থানার ওসির দায়িত্ব নেবেন অর্কদীপ হালদার। রামনগর থানার ওসি সৌরভ চিন্না ওসি হচ্ছেন নন্দকুমার থানায়। রামনগর থানার ওসির দায়িত্ব পেলেন উজ্জ্বল কুমার নস্কর। বর্তমানে তিনি রয়েছেন তমলুক থানায়। কোলাঘাট থানায় কর্মরত অনুষ্কা মাইতি ওই থানারই ওসি পদে রয়েছেন। এছাড়া নন্দকুমার থেকে তমলুক, রামনগর থেকে কাঁথি আর কাঁথি থেকে রামনগর থানায় বদলি হয়েছেন সাব ইন্সপেক্টর রবি গ্রাহিকার, দিবাকর দলুই ও প্রফেশনাল সাব ইন্সপেক্টর অনির্বাণ রায়।