নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ আগুনে পুড়ে ভষ্মিভূত হয়ে যাওয়া দাসপুরের ধূপের ফ্যাক্টরি পরিদর্শনে পশ্চিম মেদিনীপুর জেলার জেলাশাসক খুরশিদ আলী কাদরী।
/anm-bengali/media/post_attachments/bea810f4-34e.png)
পুরো পরিস্থিতি খতিয়ে দেখে সংবাদমাধ্যমকে বলেন যে, বিষয়টি নিয়ে সরকার গুরুত্ব সহকারে দেখছে। কারখানার মালিকের সাথে কথা বলা হয়েছে। এদিন দুপুরের পর আগুন নিয়ন্ত্রণে না আসলেও, জেসিপি মেশিন দিয়ে সামনের দিকে পুড়ে যাওয়া গাড়িগুলি ভিতর থেকে ভিতর থেকে বাইরে আনা হচ্ছে। '
/anm-bengali/media/media_files/PbRGpAlcEowvcAUxVcOd.jpeg)
/anm-bengali/media/media_files/cPAtpQQQTYqolChPuQEe.jpeg)
/anm-bengali/media/media_files/x4vv1arZvfB83eqGaCyH.jpeg)
/anm-bengali/media/media_files/h54Bm6xWWg2vQAUTQwp8.webp)