দলকে হারাতে ভরসা নির্দল! চাঞ্চল্যকর পোস্ট

যত কাণ্ড বলাগড়ে! যে বলাগড়ে নিয়োগ দুর্নীতি মামলায় একের পর এক গ্রেফতারির ঘটনা ঘটেছিল। বহিষ্কৃত করা হয়েছিল স্থানীয় কয়েকজন তৃণমূল নেতাকে। এবার সেই বলাগড়ে কোন খেলার পূর্বাভাস দিলেন বিধায়ক? পড়ুন বিস্তারিত।

author-image
Pallabi Sanyal
আপডেট করা হয়েছে
New Update
১২৩

নিজস্ব সংবাদদাতা : তৃণমূলের তরফে টিকিট না পেয়ে অনেক অভিমানী কর্মীই নির্দল হিসেবে পঞ্চায়েত ভোটে লড়াই করার সিদ্ধান্ত নিয়েছেন। এবার দলীয় প্রার্থীকে হারাতে নির্দল হয়ে দাঁড়ানোর অভিযোগ তুলে ফেসবুকে চাঞ্চল্যকর পোস্ট করলেন তৃণমূল বিধায়ক মনোরঞ্জন ব্যাপারি। তবে এর আগেও বলাগড়ের বিধায়ক  পঞ্চায়েত ভোটে টিকিট বিতরণ নিয়ে দলীয় নেতৃত্বের একাংশকে কাঠগড়ায় তুলে পোস্ট করেছেন। এবার দেওয়াল লিখনের একটি ছবি ফেসবুক ওয়ালে পোস্ট করেছেন তৃণমূল বিধায়ক। দলীয় প্রার্থীকে পরাজিত করার লক্ষ্যে নির্দল প্রার্থীকে ভোটে দাঁড় করানো হয়েছে। বলাগড় জুড়েই চলছে এই খেলা। অভিযোগ মনোরঞ্জনের। 
প্রসঙ্গত, যে দেওয়াল লিখনের ছবি মনোরঞ্জন ব্যাপারি পোস্ট করেছেন সেখানে লেখা রয়েছে  ডুমুর দহ নিত্যানন্দপুর ২ গ্রাম পঞ্চায়েতের ২০৫ নম্বর বুথের নির্দল প্রার্থী সুখ দের নাম। ক্যাপশানে বলাগড়ের বিধায়ক লিখেছেন, উক্ত কেন্দ্রে তৃণমূলের প্রার্থী দীপক দাস। তিনি প্রতীকও পেয়েছেন। বিধানসভা নির্বাচনে সে দলের হয়ে খেটেছিল। এটাই তার অপরাধ। দলকে জিততে সাহায্য করেছিল। দলের আরেক প্রার্থী  তাকে হারানোর চেষ্টা চালাচ্ছে জোরকদমে। তাহলে কি গোষ্ঠী কোন্দল? 

Trinamool's Duplicity? Stoking Chauvinism In Bengal While Donning  'Nationalist' Coat Beyond
পঞ্চায়েত নির্বাচনের আবহে জেলায় জেলায় তৃণমূলের গোষ্ঠী কোন্দলের চিত্র প্রকট হয়ে উঠেছে। টিকিট না পেয়ে অনেকেই নির্দলে ঝুঁকছেন। যদিও নির্দল প্রার্থীদের জন্য ইতিমধ্যেই কড়া বার্তা দেওয়া হয়েছে তৃণমূলের তরফে। কিছুদিন আগে মনোরঞ্জন ব্যাপারির বিরুদ্ধে টাকা নিয়ে প্রার্থী করার অভিযোগ উঠেছিল। সেই নিয়ে ব্যাপক শোরগোল পড়েছিল। এবার তার পোস্টকে ঘিরে বাড়ছে জল্পনা।