জয়ের প্রার্থনা নিয়ে শিব মন্দিরে মনোজ!

সামনেই পঞ্চায়েত নির্বাচন। ইতিমধ্যেই দলীয় প্রার্থীদের হয়ে প্রচারে নেমেছেন তৃণমূলের স্টার প্রচারকরা। শিব মন্দিরে পুজো দিয়ে জয় প্রার্থনা করলেন মনোজ তিওয়ারি।

author-image
Pallabi Sanyal
New Update
১২৩

বনমালী ষন্নিগ্রাহী, বাঁকুড়া :  শনিবার বাঁকুড়া-২ নং ব্লকের সানবাঁধা গ্রাম পঞ্চায়েত এলাকায় তৃণমূলের নির্বাচনী প্রচার করলেন মনোজ তিওয়ারি। তিনি রাজ্য সরকারের কণ্যাশ্রী, রুপশ্রী, পথশ্রীর মতো সামাজিক প্রকল্পের পাশাপাশি সার্বিক উন্নয়নকে সামনে রেখে তার নির্বাচনী প্রচার চালাচ্ছেন বলে জানান।  এদিন ক্রীড়া প্রতিমন্ত্রী মনোজ তিওয়ারি দিনের শুরুতেই সাধবাঁধা গ্রাম পঞ্চায়েতের ভূতশহর গ্রাম থেকে গাড়ি করে দলীয় প্রার্থীদের নিয়ে প্রচার কর্মসূচী শুরু করেন। সেখান থেকে সানবাঁধা, ভাদুল হয়ে এক্তেশ্বর গ্রামে তিনি পৌঁছান। সেখানে প্রাচীণ এক্তেশ্বর শিব মন্দিরে প্রণাম সেরে ওই এলাকার একটি মাঠে স্থানীয় বাসিন্দা ও দলীয় কর্মীদের নিয়ে  ব্যাট-বল হাতে নেমে পড়েন ভারতীয় ক্রিকেট দলের হয়ে ঘরোয়া ক্রিকেটে অংশ নেওয়া ও আই.পি.এলে দিল্লির ডেয়ারডেভিলসের হয়ে প্রতিনিধিত্ব করা মনোজ তিওয়ারি।   এদিন মনোজ তিওয়ারি আরো জানিয়েছেন, ''বাবা এক্তেশ্বরের কাছে দলীয় প্রার্থীদের বিপুল জয়ের জন্য প্রার্থণা জানালাম।''