নিজস্ব সংবাদদাতা: পূর্ব মেদিনীপুরের মন্দারমণি এলাকা থেকে বিরল প্রজাতির শতাধিক অলিভ রিডলে কচ্ছপের হদিশ মিলেছে জলধায়। স্থানীয় খাঁড়ি এলাকায় সামুদ্রিক এই কচ্ছপগুলিকে বেঁধে রাখা হয়েছিল বলে অভিযোগ। চোরা শিকারীরা এই কাজের সঙ্গে যুক্ত বলে প্রাথমিকভাবে জানা গেছে।
গোপন সূত্রের খবরের ভিত্তিতে বন দপ্তরের শঙ্করপুর বিট অফিসের কর্মীরা এবং মন্দারমণি কোস্টাল থানার তরফে যৌথ অভিযান চালানো হয় সোমবার বিকালে। সন্ধের পরও জারি থাকে তল্লাশি অভিযান। দুই চোরা শিকারীকে আটক করা হয়েছে। তাদেরকে মন্দারমণি উপকূল থানায় পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে বনদপ্তর আধিকারিকেরা।
বনদপ্তরে আধিকারিক সৌভিক কর এদিন বলেন, “গোপন সূত্রে খবর পেয়ে শতাধিক বেশি কচ্ছপ উদ্ধার করা হয়েছে। এর মধ্যে কিছু কচ্ছপ মৃত ও জীবিত রয়েছে। ঘটনার সঙ্গে যুক্ত থাকার অভিযোগে একজনকে গ্রেফতার করা হয়েছে। পাচারের আরও কেউ যুক্ত রয়েছে কিনা সেটাও খতিয়ে দেখা হচ্ছে”।