মুখ্যমন্ত্রীর মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ! অবস্থান মঞ্চে মন্ত্রী মানস ভূঁইয়া

মানস ভূঁইয়া নিলেন বড় পদক্ষেপ।

author-image
Anusmita Bhattacharya
New Update
123

নিজস্ব প্রতিনিধি, সবং: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়  ঘোষণা করেছিলেন এবং নির্দেশ দিয়েছিলেন কিছু কর্মসূচি গ্রহণ করার জন্য। সবং বাজার বিডিও অফিসের সামনের মাঠে ধরনা ও অবস্থান-বিক্ষোভে সামিল হলেন পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রী ডাক্তার মানস রঞ্জন ভূঁইয়া। 

mamatafasi

ব্লক সভাপতি ও জেলা পরিষদ কর্মাধ্যক্ষ আবু কালাম বক্স, সাংগঠনিক জেলার সহ-সভাপতি বিকাশ ভূঁইয়া, সাধারণ সম্পাদক তরুণ মিশ্র, যুব তৃণমূলের সভাপতি নিশিকান্ত কর, পঞ্চায়েত সমিতির সভাপতি মৌসুমী দাস, ব্লক সহসভাপতি বাদল বেরাসহ বহু নেতৃত্ব উপস্থিত ছিলেন।

WhatsApp Image 2024-08-18 at 5.58.47 PM

মন্ত্রী বক্তব্য রাখতে গিয়ে সিপিএম বিজেপিকে তীব্র ভাষায় আক্রমণ করে বলেন, 'মুখ্যমন্ত্রীর ইতিহাস ভুলে গেছে, শুধু সবংয়ের মাটিতে ২৯টা মানুষকে খুন করেছে। পাঁচ নম্বর সারতা অঞ্চলে যমুনা সাউকে ধর্ষণ করে খুন করা হয়েছিল। আমরা অনিতা দেওয়ানের কথা ভুলে যাইনি'।

WhatsApp Image 2024-08-18 at 5.58.48 PM