নিজস্ব সংবাদদাতা: পানিহাটিতে গণপিটুনিতে হত্যা। মামলায় তৃণমূল কাউন্সিলর তারক গুহ ও তাঁর ভাইপো-সহ ৫ জনের যাবজ্জীবন সাজা ঘোষণা করল ব্যারাকপুর মহকুমা আদালত। আসামিপক্ষের আইনজীবী জানিয়েছেন, তিনি নিম্ন আদালতের রায়কে চ্যালেঞ্জ করে উচ্চ আদালতে আবেদন জানাবেন। তৃণমূলের তরফ থেকে জানানো হয়েছে, রায়ের কপি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে।