শোলে সিনেমার ক্লাইম্যাক্স! জলের ট্যাঙ্কের মাথায় যুবক, তারপর?

বৃহস্পতিবার দুপুরে মেদিনীপুর শহরের সেখপুরার পোলট্রি পুকুর পাড়ে একটি জলের ট্যাঙ্কে উঠে পড়েন এক যুবক।ঘটনার পর যুবককে প্রাথমিক চিকিৎসার জন্য মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করে পুলিশ।

author-image
Pallabi Sanyal
New Update
WATER TANK

জলের ট্যাঙ্কে যুবক

নিজস্ব প্রতিনিধি, পশ্চিম মেদিনীপুর  :  আত্মহত্যা করবেন বলে জলের ট্যাঙ্কে উঠে পড়লেন যুবক! কিছুতেই নামতে চাননি, অবশেষে পুলিশ-দমকল বুঝিয়ে প্রায় দেড় ঘন্টার চেষ্টায় সেই যুবককে নামায়। ঘটনাটি ঘটেছে মেদিনীপুর শহরের পোলট্রি পুকুর পাড়ে। যুবকের নাম ভিকি পাওয়ার। বৃহস্পতিবার দুপুরে মেদিনীপুর শহরের সেখপুরার পোলট্রি পুকুর পাড়ে একটি জলের ট্যাঙ্কে উঠে পড়েন। বাড়ি স্টেশন রোড সংলগ্ন ভূঁইয়া পাড়াতে। জলে ট্যাঙ্ক থেকে ঝুলে পড়েছিলেন যুবক। তা দেখতে পেয়ে স্থানীয়রা খবর দেন কোতোয়ালি থানায়। পুলিশ ও দমকলের কর্মীরা ছুটে আসেন ঘটনাস্থলে। তাকে নামানোর চেষ্টা করেন। তৃণমূলের শহর যুব সভাপতি আবীর আগরওয়াল বলেন, ''শহরের ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ভিকি। তার স্ত্রী চারদিন আগে বিষ খেয়ে নিয়েছিলেন। তাকে মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছিল। সেখান থেকে একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয়। চিকিৎসা চলাকালীন বুধবার রাতে মৃত্যু হয় তার। আর বৃহস্পতিবার বেলা ১১ টা থেকে জলের ট্যাঙ্কে উঠে পড়েন ভিকি।'' আত্মহত্যা করার চেষ্টা করে বলে স্থানীয় সূত্রে জানা গিয়েছে। তাকে উদ্ধার করা হয়েছে। দমকল দপ্তরের সাব অফিসার অমল বসাক বলেন, ''প্রায় দেড় ঘণ্টা পর নামানো সম্ভব হয়েছে জলের ট্যাঙ্কি থেকে।'' ঘটনার পর যুবককে প্রাথমিক চিকিৎসার জন্য মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করে পুলিশ। পুলিশের প্রাথমিক অনুমান, স্ত্রীর মৃত্যু শোক সহ্য করতে না পেরে মানসিক অবসাদে এমন ঘটনা ঘটালো ভিকি। স্ত্রীর মৃত্যুর শোকে আত্মহত্যা করার চেষ্টা করেন ওই যুবক ভিকি পাওয়ার। কোতোয়ালি থানার পুলিশ ওই যুবককে উদ্ধার করে মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। তবে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

ad.jpg