নিজস্ব প্রতিনিধি, পাণ্ডবেশ্বর: অ্যাসিড দিয়ে যুবককে খুনের অভিযোগ, উত্তপ্ত পাণ্ডবেশ্বর (Pandaveswar) থানা এলাকা। পুলিশ তিনজনকে গ্রেফতার করলেও বাকিরা কেন আজও অধরা? এই প্রশ্ন তুলে পাণ্ডবেশ্বর থানায় তুমুল বিক্ষোভ মৃতের আত্মীয় পরিজন ও স্থানীয় বাসিন্দাদের। গত মাসের ২৯ তারিখ পাণ্ডবেশ্বর থানার অন্তর্গত মাঝ পাড়াতে একটি মেলা চলাকালীন সামান্য বচসা থেকে আচমকা হাতাহাতি শুরু হয় দুই গোষ্ঠীর। তখনকার মতো পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি শান্ত করে।
কিন্তু অশান্তি গড়ায় সেইদিন মাঝরাতে। অভিযোগ, এলাকারই যুবক বছর ২১-এর রাজীব স্বর্ণকারকে মাঝরাতে বাড়ির সামনে থেকে তুলে নিয়ে যায় বেশ কয়েকজন দুষ্কৃতী, চলে ব্যাপক মারধর। রাজীবের গায়ে অ্যাসিড ঢেলে দেওয়া হয় বলে অভিযোগ জানান রাজীবের দিদি অন্তরা পাল। পরের দিন সকালে পাণ্ডবেশ্বর রেল স্টেশন সংলগ্ন রেল লাইনের পাশ থেকে রাজীবকে গুরুতর জখম অবস্থায় উদ্ধার করে আসানসোল জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে অবস্থার অবনতি হওয়ায় তাকে বর্ধমানের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় ।
আজ অর্থাৎ বৃহস্পতিবার মৃত্যু হয় রাজীবের। এরপর উত্তেজিত জনতা পাণ্ডবেশ্বর থানা ঘেরাও করে তুমুল বিক্ষোভ শুরু করে দেয়, অবিলম্বে অধরা থাকা দুষ্কৃতীদের গ্রেফতারের দাবিতে সরব হয় স্থানীয় উত্তেজিত জনতা। অভিযুক্তদের ফাঁসির দাবিতে শুরু হয় থানার সামনে স্লোগান। অবশেষে পুলিশের আশ্বাসে ঘন্টা খানেক পর থানার সামনে থেকে উত্তেজিত জনতার বিক্ষোভ উঠলেও যদি আজকের পরও দুষ্কৃতীরা অধরা থাকে তাহলে ফের আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছেন রাজীবের পরিবার ও স্থানীয় বাসিন্দারা ।