'দলের সদস্যদের বাঁচানোর ষড়যন্ত্র মমতার!'

সন্দেশখালি নিয়ে বড় খবর।

author-image
Aniket
New Update
c

File Picture

নিজস্ব সংবাদদাতা: সন্দেশখালি নিয়ে অভিযোগের পাহাড় সামনে আসছে। একাধিক নারী সামনে এসে যৌন হয়রানির অভিযোগ এনেছেন। যার জেরে বিপাকে রয়েছে তৃণমূল। তবে বিরোধীরা সেখানে যেতে চাইলে তাদের আটকানো হচ্ছে ১৪৪ ধারার অজুহাতে। তবে এক সপ্তাহের জন্য আদালতের তরফে সাময়িক ভাবে ১৪৪ ধারা স্থগিত রাখা হয়েছে সন্দেশখালিতে। শুভেন্দু অধিকারী সন্দেশখালি যাচ্ছেন। অপরদিকে সন্দেশখালি যাচ্ছেন বাম নেত্রী বৃন্দা করাত। তিনি ১৪৪ ধারা স্থগিত থাকার কারণে সন্দেশখালি যাচ্ছেন। তার আগে তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করেছেন। তিনি দাবি করেছেন, দলের সদস্যদের বাঁচানোর জন্য ষড়যন্ত্র করছেন মমতা। তিনি বলেছেন, "এটি একটি খুব গুরুতর বিষয়। এটি একটি ধারাবাহিক যৌন হয়রানি যা এত দিন ধরে চলে আসছে। এরা দরিদ্র নারী যাদের জমিও কেড়ে নেওয়া হচ্ছে। এটা কিভাবে ষড়যন্ত্র হতে পারে? নারীরা অভিযোগ করে বক্তব্য দিচ্ছেন, কোনো তদন্ত ছাড়াই কীভাবে বলা যায় এটা ষড়যন্ত্র? এটা আপনার সদস্যদের বাঁচানোর ষড়যন্ত্র।”

 

 

add 4.jpeg

স

স

স্ব

s . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . .. .  . . . . . . . . . .        . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . .. .  . . ..  . . . ..  . . . ..  ..  . . . . . . . . ..  .