পাঁচলার ঘটনা নিয়ে মিথ্যে বলছে মমতা পুলিশের ডিজিপি! গর্জে উঠলেন শুভেন্দু

হাওড়ার পাঁচলার ঘটনা নিয়ে ফের গর্জে উঠলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

author-image
Aniruddha Chakraborty
New Update
12

FILE PIC

নিজস্ব সংবাদদাতাঃ গত ৮ জুলাই পঞ্চায়েত ভোট চলাকালীন হাওড়া জেলার দক্ষিণ পাঁচলায় গ্রামসভায় দাঁড়ানো একজন মহিলা বিজেপি প্রার্থীকে যৌন হেনস্থা করার পাশাপাশি তাঁর জামাকাপড় ছিঁড়ে নগ্ন করার অভিযোগ ওঠে তৃণমূল কর্মীদের বিরুদ্ধে। শুক্রবার এই বিষয় নিয়ে রাজ্য প্রশাসন ও শাসকদল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে তীব্র আক্রমণ করেন শুভেন্দু অধিকারী। 

যদিও হাওড়ার পাঁচলা সম্পর্কে মন্তব্য করতে গিয়ে শুক্রবার বিকেলে পশ্চিমবঙ্গ পুলিশের ডিজিপি মনোজ মালব্য জানান, এখনও পর্যন্ত যা প্রমাণ পাওয়া গেছে তাতে এই ধরনের ঘটনা ঘটেনি বলেই দেখা গেছে। তবে এখনও তদন্ত চলছে। পশ্চিমবঙ্গ পুলিশের ডিজিপি-র বক্তব্য নিয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, "হাওড়ার পাঁচলার ঘটনা নিয়ে মিথ্যে বলছেন মমতা পুলিশের ডিজিপি। প্রমাণের অভাবে পুলিশ কাউকে খুঁজে পাবে না কারণ এটি রাজ্য সরকারকে বিব্রত করবে।"