নিজস্ব সংবাদদাতা: লোকসভা নির্বাচনে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় সাহসিকতার সঙ্গে বিজেপির চ্যালেঞ্জকে মোকাবিলা করে দেশের অন্যতম প্রধান রাজনীতিবিদ হিসেবে আবির্ভূত হয়েছেন। যদিও এক্সিট পোলগুলি তৃণমূলের জন্য ভালো পারফরমেন্সের পূর্বাভাস দেয়নি, তবুও মমতা বন্দ্যোপাধ্যায় সকল প্রতিকূলতাকে অস্বীকার করে এগিয়ে গিয়েছেন এবং গণনার রাউন্ড শেষ হবার সঙ্গে সঙ্গে তার দল ৩০টি আসনে এগিয়ে রয়েছে।
/anm-bengali/media/media_files/eP7S9EFx6gMk7Uzyewoe.jpg)
রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে মহিলাদের জন্য লক্ষ্মীর ভাণ্ডার এবং মুসলিম সম্প্রদায়ের সমর্থন তার দলকে সাফল্য পেতে সাহায্য করেছে।
/anm-bengali/media/media_files/0GnbhRwP6mCwomCNQZpX.jpg)
আগের নির্বাচনে বিজেপি পশ্চিমবঙ্গে ১৮টি আসন পেয়েছিলো। কিন্তু এই নির্বাচনে সেই আসন সংখ্যা ১৮টি থেকে কমে গেছে এবং বিজেপি ১০টি আসনে খুব কম মাত্রার ব্যবধানে এগিয়ে রয়েছে। তৃণমূলের এই সাফল্যের খবর ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে, টিএমসি সমর্থকদের পক্ষ থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রধানমন্ত্রী পদের প্রার্থী করার দাবি উঠেছে।
/anm-bengali/media/post_attachments/613525dea0a75dbb5c4f7cdeca27fe485d273a00f3594755e127906bc04be457.webp)