নিজস্ব সংবাদদাতা: সদ্য ভয়ঙ্কর রেল দুর্ঘটনা গোটা ভারতবর্ষকে নাড়িয়ে দিয়ে গিয়েছে। ওড়িশার বালেশ্বরে রেল দুর্ঘটনার ফলে প্রাণ গিয়েছে শতাধিক মানুষের। এইবার রেল দুর্ঘটনাকে কেন্দ্র করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কবিতা লিখেছেন। কবিতার নাম 'ট্রেন দুর্ঘটনা'। কবিতায় মৃতদের পরিবারের দুঃখকে ফুটিয়ে তুলতে চেয়েছেন তিনি। পড়ে নিন কবিতাটি-
ট্রেন দুর্ঘটনা
মমতা ব্যানার্জি
এক অজানা দীর্ঘশ্বাস
ব্যথা বেদনায় শোকাতুর নাভিশ্বাস।
এখনো ভাসছে ঘ্রাণে দুর্গন্ধ
লাশকাটা ঘরে ওরা ঘুমাচ্ছে
একেবারে শেষঘুম।
আর কথা বলবে না
আর তাকাবে না
আর কোনও যন্ত্রণা নয়-
হাত কাটা, পা কাটা,
দেহ কাটা - পুড়ে গেছে একেবারে শরীরগুলো।
মাত্র পঞ্চাশ দিনের নব্য শিশু
ফ্যালফ্যাল করে তাকিয়ে আছে
মায়ের থানে, সাদা কাপড়ে।
কারো বা গলায়
শেষকর্মের পরিহিত একটি থান,
আঁখির জল সব শুঁকিয়ে গেছে
অনেক হাহাকার হৃদয়ে দুর্ভিক্ষ
চোখের সামনে জ্বলছে চিতা
মুহূর্তে উধাও জীবন্ত শরীর।
কাঁদবার জন্য পড়ে রইলো
স্বজন-হারানো আকাশ-বাতাস,
সমুদ্র-পাহাড়, পরিবার --
আমরা একটু ভাবলাম কি?