মুখ্যমন্ত্রী মমতা, নিরাপত্তা কর্মীর দেহ উদ্ধার! চাঞ্চল্য

মুখ্যমন্ত্রীর নিরাপত্তা কর্মীর দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে নদীয়ায়।

author-image
Aniruddha Chakraborty
New Update
হবভ

ফাইল চিত্র

নিজস্ব সংবাদদাতাঃ রেল লাইনের পাশ থেকে উদ্ধার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তাকর্মীর দেহ। পুলিশ জানিয়েছে, নিহত পুলিশ কর্মীর নাম ইসরাফিল সাহাজি (৩০)। তাঁর বাড়ি নদীয়ার চাকদহ থানার মদনপুর জঙ্গল গ্রামে। পরিবারের দাবি, তিনি বর্তমানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তা কর্মী হিসেবে কাজ করতেন। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বুধবার বিকাল পাঁচটা নাগাদ হাঁটতে বের হন ইসরাফিল। কিন্তু রাত দশটা পেরিয়ে গেলেও তিনি বাড়ি ফেরেননি। পরিবারের তরফ থেকে সম্ভাব্য সমস্ত জায়গায় খোঁজ শুরু করা হয়। এরপর রাত প্রায় বারোটা নাগাদ জিআরপি থেকে তাঁদেরকে বলা হয়, দেহ পাওয়া গিয়েছে রেললাইনের ধার থেকে। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দেহ শনাক্ত করেন পরিবারের সদস্যরা। পরিবারের সদস্যরা বুঝতে পারছেন না, আদৌ কি আত্মঘাতী হয়েছেন ইসরাফিল? নাকি তাঁকে খুন করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে রানাঘাট থানার পুলিশ। পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলছেন তদন্তকারীরা। কাজের ক্ষেত্রে কোথাও কোনও সমস্যা ছিল নাকি ব্যক্তিগত জীবনে কোনও সমস্যা, তা খতিয়ে দেখছে তদন্তকারীরা।