নিজস্ব সংবাদদাতাঃ লোকসভা ভোটের কয়েক মাস বাকি থাকতেই বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। আজ তিনি এক টুইট বার্তায় লেখেন, ‘আমি অত্যন্ত আনন্দের সঙ্গে ঘোষণা করছি যে, আজ মা, মাটি মানুষ সরকার অবশেষে ধূপগুড়ি (Dhupguri)-র জনগণের দীর্ঘদিনের দাবি পূরণ করেছে। উপনির্বাচনের ফল ঘোষণার পরেই ধূপগুড়িকে মহকুমায় উন্নীত করার উদ্যোগ নেওয়া হয়। ১২ অক্টোবর আমি ব্যক্তিগতভাবে নিশ্চিত করেছি যে প্রস্তাবটি পশ্চিমবঙ্গ বিধানসভায় পাস হয়েছে। আজ ধূপগুড়ি সরকারিভাবে মহকুমার মর্যাদা লাভ করেছে। এই মাইলফলক স্থানীয় বাসিন্দাদের শিক্ষা, স্বাস্থ্যসেবা, আইনি সহায়তা এবং প্রয়োজনীয় সুযোগ-সুবিধার অ্যাক্সেস বাড়িয়ে তুলবে। এটি নতুন সুযোগও তৈরি করবে এবং বিভিন্ন সরকারি প্রকল্প ও পরিষেবায় উন্নত প্রবেশাধিকারকে সহজতর করবে।'