নিজস্ব সংবাদদাতা: রবিবার 'দিদি নম্বর ওয়ান'-এর মঞ্চে উপস্থিত ছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায়। নাচে, গানে, খেলায় মেতে উঠেছিলো চারপাশ। তারই মধ্যে উঠে এসেছিলো মুখ্যমন্ত্রীর ব্যক্তিগত জীবনের নানান জানা-অজানা কথা। সঞ্চালিকা রচনা ব্যানার্জীর সঙ্গে কথোপকথনে মুখ্যমন্ত্রী জানান যে, ৫ জানুয়ারি তাঁর আসল জন্মদিন নয়। তিনি জন্মেছিলেন বর্ষাকালে। তাই জন্মদিন হিসেবে অফিসিয়ালি জানুয়ারির ৫ তারিখ লিখতে হলেও মন থেকে সেই দিনটিকে জন্মদিন হিসেবে মেনে নিতে পারেননা তিনি। সমালোচকদের উদ্দেশ্য করে তিনি বলেন, "ও যে যা বলে বলুক তাও আমি গল্পটা বলবো।"
তিনি আরও বলেন যে, তখন জন্ম তারিখ পাল্টাবার এতো সুযোগ সুবিধা না থাকায় তিনি তাঁর জন্মদিনটা আর পরিবর্তন করতে পারেননি। যখন সুযোগ এলো তখন তিনি মাধ্যমিক দিয়ে ফেলেছেন।
এর আগেও এক সভামঞ্চে তিনি তাঁর জন্মদিন নিয়ে গন্ডগোলের কথা প্রকাশ্যে এনেছিলেন। সেই নিয়ে কম কটাক্ষ শুনতে হয়নি তাঁকে।