নিজস্ব সংবাদদাতাঃ রামনবমী প্রসঙ্গে কংগ্রেস নেতা গুলাম আহমেদ মীর বলেন, "এটি একটি বার্ষিক উৎসব। যাঁরা সেলিব্রেট করছেন, তাঁদের আমি আমার শুভেচ্ছা জানাব। পশ্চিমবঙ্গে নির্বাচন প্রক্রিয়া চলাকালীন বড় কোনও ঘটনার খবর পাওয়া যায়নি। আমাদের আবেদন, সব ধর্মের উৎসব শান্তিপূর্ণভাবে পালন হোক। কোনও দল যদি উদযাপনের নামে উপদ্রব ছড়ানোর চেষ্টা করে, তাহলে বুঝতে হবে রাজনীতি থেকে ধর্মকে বাদ দিতে হবে।
বামপন্থীদের সঙ্গে কংগ্রেসের জোট প্রসঙ্গে তিনি বলেন, "আমি শুনেছি উনি (মমতা বন্দ্যোপাধ্যায়) মানুষকে কংগ্রেস ও বামেদের ভোট না দিতে বলেছেন। মানুষকে তৃণমূলকে ভোট দিতে বলা তাঁর অধিকার, কিন্তু কংগ্রেস ও বামেদের ভোট না দিতে বলাটা ইঙ্গিত দেয় যে তিনি বিজেপির হয়ে প্রচার করছেন। একদিকে তিনি বলেছেন, সংবিধান রক্ষার জন্য তিনি দেশে বিভেদকামী শক্তির বিরুদ্ধে লড়াই করবেন, অন্যদিকে স্থলভাগে তার কৌশল তার দাবির বিরোধী। আমরা জোট নিয়ে এগিয়ে যাওয়ার জন্য যথাসাধ্য চেষ্টা করেছি, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় একতরফাভাবে অন্য সিদ্ধান্ত নিয়েছেন। আমাদের কাছে একমাত্র বিকল্প ছিল সমমনোভাবাপন্ন রাজনৈতিক দলগুলোকে নিয়ে এগিয়ে যাওয়া।"