নিজস্ব সংবাদদাতা: পূর্ব মেদিনীপুরে গিয়ে নন্দীগ্রামে ভোটগণনা সংক্রান্ত মামলার কথা টেনে আনলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নাম না করে আক্রমণও করলেন বিরোধী দলনেতাকে। মুখ্যমন্ত্রী মন্তব্য করলেন, ''যা হয়েছিল, মানুষ তার জবাব দেবে।''
২০২১ সালের বিধানসভা নির্বাচনে ফল ঘোষণার দিন অর্থাত্ ২ মার্চ ভোটগণনার সময় নন্দীগ্রামে বিদ্যুত্ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছিল বলে দাবি করে তৃণমূল।
জোর করে মমতাকে হারানো হয়েছিল সেখানে। এই বলে দাবি করে শাসক দল। সেই নিয়ে কলকাতা হাই কোর্টে মামলা করা হয়েছিল। আজও সেই মামলা বিচারাধীন।
সভামঞ্চে বক্তৃতা করার সময় সেই প্রসঙ্গ টেনে এনে মুখ্যমন্ত্রী বলেন,"নন্দীগ্রামের মামলাটা এখনও বিচারাধীন। আড়াই বছর হয়ে গেল কোর্টে মামলাটা পড়ে রয়েছে। কী হয়েছে না-হয়েছে, এর উত্তর মানুষ একদিন দেবেনই।''
তাছাড়া তিনি আরও বলেন যে, "চোরের মায়ের বড় গলা! আপনারা পকেটমার দেখেছেন? বাসে বা ট্রেনে যে পকেটমারি করে, সে-ই প্রথমে পকেটমার পকেটমার বলে চিত্কার করে। অন্যেরা উঠে দাঁড়ালে তখন আসল পকেটমার পালিয়ে যায়!''