নিজস্ব সংবাদদাতা: মালদায় তৃণমূল নেতা খুনের ঘটনায় নতুন মোড়। ইংরেজবাজার থানা এলাকায় খুনের ঘটনায় জড়িত থাকার অভিযোগে আরও ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতদের নাম অভিজিৎ ঘোষ ও অমিত রজক। অভিজিৎ ইংরেজবাজার থানা এলাকার বাসিন্দা, আর অমিত রজক ঝলঝলিয়া রেলওয়ে কলোনির বাসিন্দা।
পুলিশ সূত্রে জানা গেছে, ধৃতদের বিরুদ্ধে খুনের পর আততায়ীদের আশ্রয় দেওয়া, খুনে ব্যবহৃত বাইক সরবরাহ করা এবং অস্ত্র লোপাটে সাহায্য করার অভিযোগ রয়েছে। এছাড়া, অভিজিৎ ও অমিত আততায়ীদের পালানোর রাস্তাও পরিকল্পনা করে দিয়ে ছিলেন। খুনের পর ধৃতদের সহায়তায় আততায়ীরা সুষ্ঠু ভাবে পালিয়ে যেতে সক্ষম হয় তাঁদের সাহায্যেই।
এখন পর্যন্ত এই ঘটনায় মোট ৫ জনকে গ্রেফতার করা হয়েছে। ধৃতদের জিজ্ঞাসাবাদ চলছে এবং পুলিশের দাবি, তারা এই ঘটনার মূল ষড়যন্ত্রকারীদের সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য দিতে পারে। তাতে বোঝা যাবে এই ঘটনার পিছনে মূল মাথা কে বা কারা রয়েছে? পুলিশ আরও জানায়, তদন্তের স্বার্থে আরও গ্রেফতারির সম্ভাবনা রয়েছে এই মামলায়।