নিজস্ব সংবাদদাতাঃ পশ্চিমবঙ্গের মালদায় এসেছেন কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি মল্লিকার্জুন খাড়গে। সেখানে তিনি বলেছেন, “জনগণ চাইছে রাহুল গান্ধী রায়বরেলি থেকে প্রতিদ্বন্দ্বিতা করুন। লক্ষ ভোটের ব্যবধানে তিনি জয়ী হবেন। আমি নারী ন্যায়বিচার ও কৃষক বিচারের তালিকা তৈরি করেছি, সবই কি মুসলমানদের জন্য? তাদের উদ্দেশ্য মেরুকরণের মাধ্যমে ভোটকে মেরুকরণ ও ভাগ করে নেওয়া।”
/anm-bengali/media/media_files/zyM95UlRY89rfio2lyp5.jpg)
/anm-bengali/media/media_files/h54Bm6xWWg2vQAUTQwp8.webp)