নিজস্ব সংবাদদাতা: হাইকোর্টে ক্লিনচিট পেলেন বলে দাবি করলেন মাল পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান স্বপন সাহা। বৃহস্পতিবার হাইকোর্টের এজলাসে ওঠে তার বিরুদ্ধে ওঠা অভিযোগের বিষয়টি। সেখানে শুনানির পর স্বপন সাহা বলেন, “হাইকোর্টের প্রধান বিচারপতির এজলাসে মামলাটি ছিল, মহামান্য বিচারপতি সব শুনে মামলাটি ডিসমিস করে দেন। আমি মালবাজারবাসীকে শত কোটি প্রণাম জানাই। মালবাজারবাসীকে জানাই অপপ্রচারের বিরুদ্ধে সত্যের জয় হয়েছে। খুব শীঘ্রই মালবাজারে ফিরব”।
এরপরই দলনেত্রীর উদ্দেশ্যে স্বপন সাহা বলেন, “দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে চিঠি লিখে দলে ফেরার আবেদন জানাবো। আমি নির্দোষ প্রমাণিত হয়েছি। আমার মনে হয় এত বড় একটা অভিযোগের পর প্রথম কোন চেয়ারম্যান কোর্টে ক্লিনচিট হয়ে বেরিয়েছেন। যা আমার সৌভাগ্য। আদালতকে আমি প্রণাম করি সম্মান করি তাদের রায় আমার শিরোধার্য”।
এবিষয়ে স্বপন সাহার আইনজীবী অমৃতান মন্ডল বলেন, “ওরা সিবিআই তদন্ত চেয়ছিল, হাইকোর্ট তা খারিজ করে দিয়েছে। মামলা শেষ হয়ে গেছে। ওদের রিট পিটিশনকে ডিসপোজাপ করেছেন প্রধান বিচারপতি”।
উল্লেখ্য গত ২৪ শে সেপ্টেম্বর জেলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী মহুয়া গোপ সাংবাদিক সম্মেলন করে মাল পৌরসভার চেয়ারম্যান স্বপন সাহাকে দল থেকে সাসপেন্ড বলে ঘোষণা করেন। সেদিনের সাংবাদিক বৈঠকে জেলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী মহুয়া গোপ বলেছিলেন, শীর্ষ নেতৃত্বের নির্দেশে দল থেকে সাসপেন্ড করা হল মাল পৌরসভার চেয়ারম্যানকে। চেয়ারম্যানের বিরুদ্ধে একাধিক অভিযোগ উচ্চ নেতৃত্বের কাছে গেছে। হয়তো সেই অভিযোগের ভিত্তিতেই চেয়ারম্যানকে সড়িয়ে দেওয়া হয়েছে। কেননা এরফলে দলের ভাবমূর্তি নষ্ট হচ্ছে।
উল্লেখ্য মাল পৌরসভার চেয়ারম্যান স্বপন সাহার বিরুদ্ধে আর্থিক অনিয়ম ও আদালত অবমাননার অভিযোগ ওঠে কিছুদিন আগে। খোদ দলেরই দুই কাউন্সিলর এই অভিযোগ করেছিলেন বলে দাবি করেছিলেন মাল পৌরসভার তৎকালীন চেয়ারম্যান স্বপন সাহা। আজ সেই মামলাতেই জয় পেলেন তিনি।