নিজস্ব সংবাদদাতা: দল থেকে বহিষ্কৃত খোদ পৌরসভার চেয়ারম্যান। জলপাইগুড়ির মাটিতে দাঁড়িয়েই দলের আগাছা কেটে ফেলার হুঁশিয়ারি দিয়েছিলেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই কথাই কি তবে বাস্তবায়িত হচ্ছে উত্তরে? ভুরি ভুরি দুর্নীতির অভিযোগের জের, তৃণমূল দল থেকেই বহিষ্কার করা হল জলপাইগুড়ি জেলার মালবাজার পৌরসভার চেয়ারম্যান স্বপন সাহাকে!
গত কয়েকদিন ধরেই জলপাইগুড়ি জেলায় শাসকদলের অন্দরে চলছে অন্তর্দ্বন্ধ। জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা জেলা পরিষদের সদস্য মহুয়া গোপ এর আগে দলের বহু নেতাকে দিয়েছেন প্রকাশ্য হুঁশিয়ারি। জলপাইগুড়িতে তৃণমূল কংগ্রেসের অনেক নেতার বিরুদ্ধে অবৈধ জমি দখলের মতন অভিযোগ উঠে এসেছে। এবার জেলা পরিষদের সদস্য মহুয়া গোপ সাংবাদিক সম্মেলনে জানিয়ে দিলেন দলের উচ্চ নেতৃত্বের থেকে এসেছে বার্তা। সরিয়ে দিতে হবে মালবাজার পৌরসভার চেয়ারম্যানকে। দল থেকেও বহিষ্কার করা হয়েছে তাকে।
তার মাঝেই উঠে এসেছে লোকসভা নির্বাচনের তথ্য। লোকসভা নির্বাচনে দলের খারাপ ফলাফলের অন্যতম কারণ অবৈধ দুর্নীতি। মাল পৌরসভার প্রাক্তন চেয়ারম্যানের বিরুদ্ধে রয়েছে একগুচ্ছ দুর্নীতির অভিযোগ। এই অভিযোগ গিয়েছে দলের উচ্চ নেতৃত্বের কানে। তাই দল থেকে সমূলে ছেটে ফেলা হয়েছে তাকে।
অন্যদিকে এদিন হলদি বাড়িতে তৃণমূল নেতার এই ছাঁটাই প্রসঙ্গে বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার জানান, তোলার টাকা ঠিক মতো দেওয়া হয়নি সেই কারণেই রাগবশত দল থেকে বহিষ্কার করা হল চেয়ারম্যানকে। এটা তৃণমূলের স্পষ্ট আই ওআস দাবি মন্ত্রীর।