অজয়ের তীরে মকরের মেলায় নেই নাগরদোলনা! ভিড় হবে তো? চিন্তায় ব্যবসায়ীরা

তাদের চোখে মুখে বেশ চিন্তা।

author-image
Anusmita Bhattacharya
New Update
WhatsApp Image 2025-01-13 at 7.35.57 PM

হরি ঘোষ, পাণ্ডবেশ্বর: প্রায় কয়েক যুগ থেকে চলে আসছে পাণ্ডবেশ্বর অজয় নদীর তীরে পঞ্চপান্ডব মন্দির প্রাঙ্গনে মকর সংক্রান্তি উপলক্ষে পৌষ মেলা। এই বছরও পাণ্ডবেশ্বর অজয় নদের তীরে বসেছে পৌষ মেলা। আগামীকাল আনুষ্ঠানিকভাবে এই পৌষ মেলার শুভ উদ্বোধন করবেন বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী। মেলা চলবে আগামী ১৪ তারিখ থেকে ১৭ই জানুয়ারি পর্যন্ত।

উল্লেখ্য প্রতি বছর এ মেলায় বিশেষ আকর্ষণ হিসেবে উপস্থিত থাকতো নাগরদোলনা। তবে এই বছর না বসায় পৌষ মেলায় জনসমাগম কম হওয়ার আশঙ্কা ব্যবসায়ীদের। এর কারণে তাদের মাথায় দুশ্চিন্তা যে এ বছর মেলায় তারা ঠিক কথাটা লাভবান হবে।

দীর্ঘ ২২ বছর ধরে এই মেলায় নানান রকমারি খেলার সরঞ্জাম নিয়ে আসা ব্যবসায়ী রাজু দত্ত জানান যে এবারের মেলায় মুখ্য আকর্ষণ নাগরদোলনা নেই, আর সেই কারণেই মেলায় সেভাবে ভিড় হওয়ার সম্ভাবনা কম বলেই তিনি মনে করছেন কেননা, গ্রামীণ এই মেলায় নাগরদোলনার আকর্ষণ চিরকাল। দীর্ঘ ১০ বছর ধরে এই মেলায় মিষ্টির দোকান নিয়ে আসেন কিশোরী সাহা বলেন আগামীকাল অর্থাৎ মঙ্গলবার থেকে শুরু পান্ডবেশ্বরের পৌষ মেলা। কিন্তু সেভাবে মেলা জমবে কিনা এটা নিয়েই চিন্তিত তারা কেননা গ্রামীণ মেলায় নাগরদোলনার আকর্ষণ থাকে বেশ। এবারে সেটারই অভাব। যদিও মেলা কমিটির দাবি এবারের হাজার হাজার মানুষের ভিড় হবে। অজয় নদে মকরের পূর্ণ স্নান করতে সকাল থেকেই পুণ্যার্থীদের ভিড় থাকবে চোখে পড়ার মত। মেলায় কোনওরকম অপ্রীতিকর ঘটনা এড়াতে তৎপর পাণ্ডবেশ্বর থানার পুলিশ। নদের যে ঘাটগুলিতে স্নান করার ব্যবস্থা থাকছে সেই ঘাটে থাকছে বিশেষ নজরদারি। স্পিড বোট নিয়ে থাকছে ডুবুরিও।