ছাব্বিশের বিধানসভা ভোটের আগে TMC-র বড় সাফল্য! বিজেপি শিবিরে ভাঙন ধরিয়ে দিল

কি ঘটল বাংলার এই জেলায়?

author-image
Anusmita Bhattacharya
New Update
WhatsApp Image 2025-02-08 at 8.56.52 PM

নিজস্ব প্রতিনিধি, পশ্চিম মেদিনীপুর: ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে তৃণমূলের বড়সড় সাফল্য দাসপুরে। একবারে বিজেপি শিবিরে ভাঙন ধরিয়ে নিজের দলকে আরো মজবুত করল শাসকদল। এই সাফল্যের মূল কান্ডারি ব্লক সভাপতি। 

জানা যায়, এমনই ঘটনা পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুরের চাঁইপাট এলাকায়। আজ ৮ই ফেব্রুয়ারি ঐ গ্রাম পঞ্চায়েত অঞ্চল তৃণমূল কংগ্রেসের রাজনৈতিক কর্মী সম্মেলন ছিল। সেই সম্মেলনে উপস্থিত ছিলেন ব্লক সভাপতি, সাংগঠনিক জেলার সহ সভাপতিসহ আরো তৃণমূলের অন্যান্য নেতৃত্বরা। ব্লক সভাপতি সৌমিত্র সিংহ রায়ের বক্তব্য শেষে দেখা গেল তারই হাত ধরে বিজেপির প্রায় কয়েকজন কর্মী যোগদান করল। 

তৃণমূলের ব্লক সভাপতি জানান, "মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের যে ধারা বইছে তাতে বিজেপি কেন সিপিএমেরও একে একে কর্মীরা কয়েকদিনের মধ্যে তৃণমূলের যোগদান করবে আর ছাব্বিশ বিধানসভা নির্বাচনের আগে দাসপুর যে একেবারে বিরোধী শূন্য হবে তা এখন থেকেই বোঝা যাচ্ছে"।