শহরে যানজট কমাতে বড় সিদ্ধান্ত- রুট পরিবর্তন করে দেওয়া হল বাস-টোটোর - নিত্যযাত্রীরা অবশ্যই জানুন

শহরে যানজট কমাতে রুট পরিবর্তন বাস, টোটো-অটোর।

author-image
Aniket
New Update
p

File Picture

নিজস্ব প্রতিনিধি: শহরে যানজট কমাতে একাধিক পদক্ষেপ নিল মেদিনীপুর পৌরসভা। রুট পরিবর্তন করা হলো বাসের। টোটোর সর্বত্র অবাধ যাতায়াতে টানা হলো রাশ। সোমবার মেদিনীপুর পৌরসভায় বৈঠকে বসে জেলা পুলিশের ট্রাফিক বিভাগ, ব্যবসায়ী সমিতি, টোটো ও অটো ইউনিয়ন, বাস ব্যবসায়ী সমিতির নেতৃত্ব। এই বৈঠক থেকে একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে যা আগামী ১৪ জুন থেকে লাগু হয়ে যাবে। জানা গিয়েছে, মেদিনীপুর শহরে বাসের প্রবেশ ও বেরিয়ে যাওয়ার ক্ষেত্রে রুট আলাদা করা হচ্ছে। এফসিআই-এর কোনও গাড়ি প্রবেশ করবে না মেদিনীপুর শহরে। টোটোর রুট কমিয়ে দেওয়া হয়েছে। তবে টোটোর সংখ্যা কমানোর ক্ষেত্রে আরও বড় সিদ্ধান্ত নিতে বৈঠক হবে। মেদিনীপুর সেন্ট্রাল বাসস্ট্যান্ড থেকে যাত্রীবাহী বাস কেরানিতলা, আমতলা হয়ে বেরিয়ে যেত, প্রবেশ করত কেরানিচটি, সিপাই বাজার দিয়ে।

d

তবে ১৪ জুন থেকে কেশপুর, লালগড় রুটের বাসগুলি কেরানিচটি, কুইকোটা, গোলাপিচক দিয়ে বাসস্ট্যান্ডে আসবে। ওই সমস্ত রুটের বাসগুলি বাদ দিয়ে অন্যান্য সমস্ত রুটের বাস আমতলা, জগন্নাথ মন্দির, জজকোর্ট, কেরানিতলা হয়ে বাসস্ট্যান্ডে আসবে। বাস ওনার্স অ্যাসোসিয়েশনের পক্ষে মৃগাঙ্ক মাইতি বলেন, "শহরে যানজট কমাতে একটি বৈঠক হয়েছে। সেখানে আমাদের বাসের প্রবেশ এবং বেরোনের ক্ষেত্রে কিছু রুট পরিবর্তন করা হয়েছে।" পৌরসভার পৌরপ্রধান সৌমেন খান বলেন, "বিভিন্ন সংগঠনগুলিকে নিয়ে আজ বৈঠক হয়েছে যানজট কিভাবে কমানো যায়, তাতে সিদ্ধান্ত হয়েছে টোটো ও বাসের কিছু রুট পরিবর্তন করা হবে। বাসস্ট্যান্ডে বাস বেরোনো বা প্রবেশের মুখে যাতে টোটো-অটো না দাঁড়ায় তার ব্যবস্থা করা হচ্ছে। বাসস্ট্যান্ডে ঢোকার আগেই মঙ্গল পান্ডে স্মরণিতে টোটো দাঁড়াবে। টোটোর যানজট কমানোর ক্ষেত্রে শহরের সুনাগরিকগণ ও বিভিন্ন রাজনৈতিক দলগুলিকে নিয়ে বৈঠকে বসা হবে।"

Add 1

. . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . Medinipur | Bus | medinipur news | West Bengal