BIG BREAKING: বাংলায় জঙ্গিযোগ সন্দেহে গ্রেফতার ১! বড় সাফল্য

বাংলায় জঙ্গি যোগ সন্দেহে গ্রেফতার এক ব্যক্তি।

author-image
Aniruddha Chakraborty
আপডেট করা হয়েছে
New Update
';lmn

নিজস্ব সংবাদদাতাঃ ফের বড় সাফল্য রাজ্যের স্পেশাল টাস্ক ফোর্সের। পশ্চিম বর্ধমানের কাঁকসা থানা এলাকা থেকে জঙ্গি যোগ সন্দেহে একজনকে পাকড়াও করেছে এসটিএফ। ধৃত ওই ব্যক্তির নাম মহম্মদ হাবিবুল্লাহ। এসটিএফ সূত্রে খবর, সম্প্রতি 'শাহাদাত' নামে এক নতুন জঙ্গি গোষ্ঠী গজিয়ে উঠেছে। বাংলাদেশেও এই জঙ্গি গোষ্ঠী বেশ সক্রিয়। বাংলাদেশে নিষিদ্ধ কুখ্যাত জঙ্গি সংগঠন 'আনসার-আল-ইসলামের' সঙ্গেও এই সদ্য গজিয়ে ওঠা জঙ্গি সংগঠন 'শাহাদাতের' যোগ রয়েছে। শুধু তাই নয়, ঘুর পথে আল-কায়দার সঙ্গেও এদের যোগ রয়েছে সন্দেহ গোয়েন্দাদের। গোপন সূত্র মারফত খবর পেয়ে শনিবার পশ্চিম বর্ধমানের কাঁকসায় অভিযান চালান রাজ্যের স্পেশাল টাস্ক ফোর্সের অফিসাররা। সেই অভিযানেই কাঁকসার বাড়ি থেকে গ্রেফতার করা হয় মহম্মদ হাবিদুল্লাকে।  জানা গিয়েছে বেশ কিছু সামগ্রী তার বাড়ি থেকে বাজেয়াপ্ত করা হয়েছে। 

,,nn