পুরী থেকে গ্রেফতার জল আধার কার্ড চক্রের মূল পান্ডা

পুরী থেকে গ্রেফতার করা হল জাল আধার কার্ডের মূল পান্ডাকে। তৎপরতায় মূল পান্ডাকে গ্রেফতার করেছে বারাসাত থানার পুলিশ, এবার এই দুজনকেও গ্রেফতার করেছে বারাসাত থানার পুলিশ। সবমিলিয়ে মোট ৫ জনকে বারাসাত আদালতে তোলা হবে।

author-image
Jaita Chowdhury
আপডেট করা হয়েছে
New Update
WhatsApp Image 2025-01-17 at 18.39.01


নিজস্ব সংবাদদাতা: পুরী থেকে গ্রেফতার করা হল জাল আধার কার্ডের মূল পান্ডাকে। তৎপরতায় মূল পান্ডাকে গ্রেফতার করেছে বারাসাত থানার পুলিশ। জাল আধার কার্ড ও প্যান কার্ড তৈরির অন্যতম প্রধান কারিগর ছিলেন রূপক মন্ডল সহ মোট ৫ জন। জাল ভোটার কার্ড আধার কার্ড তৈরিতে সমীরের সাগরেদ ছিলেন রূপক মন্ডল। রূপককে গ্রেফতার করার পর জিজ্ঞাসাবাদে জানতে পারা গিয়েছে  সুব্রত বিশ্বাস ও তমাল হালদার নাম। এবার সেই দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। এই সমীরের তৈরি ভোটার কার্ড, আধার কার্ড নিয়ে বারাসাত নবপল্লীতে বাস করছিল বাংলাদেশী নাগরিক শিখা দাস ও তার মেয়ে শর্মি দাস। এবার এই দুজনকেও গ্রেফতার করেছে বারাসাত থানার পুলিশ। সবমিলিয়ে মোট ৫ জনকে বারাসাত আদালতে তোলা হবে।