মফস্বল শহরেও ধুমধামের সঙ্গে পালিত হচ্ছে মহাষ্টমীর পুজো, দেখুন ভিডিও

মহাষ্টমী- ৪ কার্তিক, ইং ২২ অক্টোবর, রবিবার- মহাষ্টমী পূর্বাহ্ণ ঘ ৯।২৮। মহাষ্টমী সন্ধ্যা ঘ ৫।১৮ পর্যন্ত পূর্বাহ্ণ মধ্যে। শ্রীশ্রীশারদীয়া দুর্গাদেবীর মহাষ্টম্যাদি কল্পারম্ভ ও কেবল মহাষ্টমীকল্পারম্ভ এবং মহাষ্টমীবিহিত পূজা প্রশস্তা। পূর্বাহ্ণ মধ্যে বীরাষ্টমীব্রত ও মহাষ্টমীর ব্রতোপবাস। সন্ধিপূজা- সন্ধ্যা ঘ ৪।৫৪ গতে রাত্রি ঘ ৫।৪২ মধ্যে । সন্ধ্যা ঘ ৪।৫৪ গতে সন্ধিপূজারম্ভ। বলিদান- সন্ধ্যা ঘ ৫।১৮ গতে বলিদান। রাত্রি ঘ ৫।৪২ মধ্যে সন্ধিপূজা সমাপন।

author-image
Adrita
New Update
দ

নিজস্ব সংবাদদাতাঃ আজ ২২ অক্টোবর, মহাষ্টমী। সারা ভারত জুড়েই দেবী দুর্গার আরাধনা করা হচ্ছে। বাদ নেই পশ্চিমবঙ্গও। আজকে সকাল সকাল শুরু হয়ে গিয়েছে মহাষ্টমীর পুজো। শিলিগুড়ির সুভাষপল্লিতেও ধুমধামের সাথে পালিত হচ্ছে দুর্গাপুজো। সেখানে ভারত সেবাশ্রম সঙ্ঘের পক্ষ থেকে এক পুজোর আয়োজন করা হয় প্রতি বছর। এবারেও তার ব্যতিক্রম হয়নি। 

hiring.jpg

দেখে নিন সেই পুজোর কিছু ঝলক। 

hiring 2.jpeg