নিজস্ব সংবাদদাতাঃ ব্রিগেড সমাবেশে আজ প্রচুর মানুষের ভিড় জমেছে। ৫০ দিনের ইনসাফ যাত্রা শুরু হয়েছিল কোচবিহার থেকে। আজ সেই যাত্রা শেষ হবে ব্রিগেডের সমাবেশে। সকলের পেটে ভাত চাই, সকলের হাতে চাকরি চাই', এই দাবিতেই রাজ্যের তরুণ দল আজ পথে নেমেছে।
বিশাল জনসমূহের সামনে দাঁড়িয়ে ভাষণ দিয়েছেন বামপন্থী নেতা এবং বামপন্থীর রাজ্য সভাপতি মহম্মদ সেলিম। তিনি বলেছেন, “ভুল স্বীকার করতে বামপন্থীদের বুক কাঁপে না। কেন্দ্র চেয়েছিল ১০০ দিনের কাজকে তুলে দিতে। মোদী মমতার মতো স্বৈরাচারীরা ভুল স্বীকার করতে জানে না। রাজ্যের মানুষ চুরি আর মিথ্যাচার দেখে ক্ষুব্ধ হয়ে গেছে। বাংলাকে বাঁচানোর জন্য বাংলার মানুষই যথেষ্ট। রাজ্যকে শুধুমাত্র মুষ্টিবদ্ধ মানুষের শপথই বাঁচাতে পারে। যারা মিলিটারির না কে হ্যাঁ করে এখানে এসেছেন তাঁদের কে ধন্যবাদ জানাই।"