ভুল স্বীকার করতে বামেদের বুক কাঁপে নাঃ মহম্মদ সেলিম

DYFI -এর ব্রিগেড সমাবেশে আজ দলে দলে মানুষের ভিড় জমেছে। ব্রিগেড সমাবেশ করাটা বামপন্থীদের ঐতিহ্য। ব্রিগেড সমাবেশে ভাষণ দিয়েছেন বামপন্থির রাজ্য সভাপতি।

author-image
Probha Rani Das
New Update
mohommad salim.jpg

নিজস্ব সংবাদদাতাঃ ব্রিগেড সমাবেশে আজ প্রচুর মানুষের ভিড় জমেছে। ৫০ দিনের ইনসাফ যাত্রা শুরু হয়েছিল কোচবিহার থেকে। আজ সেই যাত্রা শেষ হবে ব্রিগেডের সমাবেশে। সকলের পেটে ভাত চাই, সকলের হাতে চাকরি চাই', এই দাবিতেই রাজ্যের তরুণ দল আজ পথে নেমেছে।

বিশাল জনসমূহের সামনে দাঁড়িয়ে ভাষণ দিয়েছেন বামপন্থী নেতা এবং বামপন্থীর রাজ্য সভাপতি মহম্মদ সেলিম। তিনি বলেছেন, “ভুল স্বীকার করতে বামপন্থীদের বুক কাঁপে না। কেন্দ্র চেয়েছিল ১০০ দিনের কাজকে তুলে দিতে। মোদী মমতার মতো স্বৈরাচারীরা ভুল স্বীকার করতে জানে না। রাজ্যের মানুষ চুরি আর মিথ্যাচার দেখে ক্ষুব্ধ হয়ে গেছে। বাংলাকে বাঁচানোর জন্য বাংলার মানুষই যথেষ্ট। রাজ্যকে শুধুমাত্র মুষ্টিবদ্ধ মানুষের শপথই বাঁচাতে পারে। যারা মিলিটারির না কে হ্যাঁ করে এখানে এসেছেন তাঁদের কে ধন্যবাদ জানাই।"