নিজস্ব সংবাদদাতা: হাওড়ার বেলগাছিয়ার স্মৃতি ফিরল মধ্যমগ্রামে। শনির বিকেল থেকে জ্বলতে থাকা বাদুর ভাগাড়ের আগুন রাতেও পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। কোথাও কোথাও থেকে এখনও বেরোচ্ছে ধোঁয়া, মাঝে মাঝেই দেখা যাচ্ছে একাধিক জায়গায় এখনো জ্বলছে ধিকিধিকি আগুন। আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ করছে দমকলের ১০টি ইঞ্জিন।
/anm-bengali/media/post_banners/gAqZSYHhOzQQiHxam1x5.jpg)
মধ্যমগ্রাম পুরসভার ২ নম্বর ওয়ার্ডের বাদু দিগবেড়িয়া এলাকায় প্রায় ২৫ বিঘা জমির উপর রয়েছে মধ্যমগ্রামের মূল ভাগাড়। আশপাশের বহু এলাকার আবর্জনা সেখানেই ফেলা হয়। শনিবার বিকেলে হঠাৎ আবর্জনার স্তূপে আগুন লেগে যায়। মুহূর্তে আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়ে আশপাশে। আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে না-আসায় আতঙ্ক গ্রাস করেছে পুরো এলাকাকে।