নিজস্ব সংবাদদাতাঃ রাজগড় দুর্ঘটনা নিয়ে মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব বলেছেন, "রাজগড় জেলার পিপলোদি রোডে ট্র্যাক্টর-ট্রলি উল্টে রাজস্থানের ঝালাওয়ার জেলার ১৩ জনের অকাল মৃত্যুর খবর অত্যন্ত দুঃখজনক। কালেক্টর এবং রাজগড়ের এসপি-র সঙ্গে নেতা নারায়ণ সিং পানওয়ার ঘটনাস্থলে উপস্থিত রয়েছেন। আমরা রাজস্থান সরকারের সঙ্গে যোগাযোগ রাখছি এবং রাজস্থান পুলিশও ঘটনাস্থলে পৌঁছেছে। রাজগড়ের জেলা হাসপাতালে আহতদের চিকিৎসা চলছে এবং গুরুতর আহত কয়েকজন রোগীকে ভোপালে রেফার করা হয়েছে। শোকসন্তপ্ত পরিবারের প্রতি আমার গভীর সমবেদনা রইল। আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি।"