নিজস্ব প্রতিবেদন : মন্দারমনি, পূর্ব মেদিনীপুর জেলার জনপ্রিয় পর্যটন কেন্দ্র, সম্প্রতি মধুচক্রের আসরের জন্য খবরের শিরোনামে এসেছে। ২৭ অক্টোবর, রবিবার, পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে তিনটি হোটেলে অভিযান চালিয়ে ১৯ জনকে গ্রেফতার করে। ধৃতদের মধ্যে হোটেল ম্যানেজার, কর্মী, মিডিল ম্যান এবং ৬ যুবতী রয়েছে, যাদের বেশ কয়েকজন পর্যটকও।
পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের মধ্যে বিভিন্ন জেলার বাসিন্দা রয়েছেন এবং তাদের বিরুদ্ধে মধুচক্রের কার্যকলাপে জড়িত থাকার অভিযোগ রয়েছে। রবিবারই তাদের কাঁথি আদালতে হাজির করা হয়, যেখানে ৬ যুবতীকে হোমে পাঠানোর এবং বাকি ১৩ জনকে ৭ দিনের পুলিশি হেফাজতে রাখার নির্দেশ দেওয়া হয়।
মন্দারমনি থানার পুলিশ এই ঘটনা তদন্ত শুরু করেছে এবং মধুচক্রের সাথে আরও কেউ জড়িত কিনা তাও খতিয়ে দেখছে। পুজো ও উৎসবের সময় পর্যটক ভিড় থাকার কারণে এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি প্রশাসনের জন্য উদ্বেগের বিষয়। কালীপুজোর আগে এই ঘটনা পুলিশের জন্য এক নতুন চ্যালেঞ্জ সৃষ্টি করেছে।