নিজস্ব সংবাদদাতা: ১৯৯৮ সালে মাদারিহাট বিধানসভা গঠন করা হয়। আর তারপর থেকেই শুরু হয় নির্বাচন। কিন্তু যতবার নির্বাচন হয়েছে ঠিক ততোবারই মুখ থুবড়ে পড়েছে ঘাসফুল শিবির। কোন ভুল স্ট্র্যাটেজিতে তারা কোনও বারই জিততেন না, তা কখনওই টিএমসি বুঝে উঠতে পারেনি। ২০১১ সালে তৃণমূল সরকার গঠন করার পরও মাদারিহাট কেন্দ্রের চিত্র এতোটুকুও বদলায়নি। এমনকি শেষ বিধানসভা নির্বাচন ২০২১ সালেও মাদারিহাট গিয়েছিল বিজেপির দখলে। তবে বদল ঘটতে থাকে এরপর থেকেই।
জন বার্লা বনাম মনোজ টিজ্ঞা লড়াই প্রকোট হতে থাকে। ভোটের প্রচারে ধিকিধিকি সেই আগুন জ্বললেও তার প্রভাব আরও জোরালো হয় ভোটের ফলাফল ঘোষণা হওয়ার পর থেকেই। ২০২৪ এর লোকসভা নির্বাচনে জন বার্লা কার্যত জনসমক্ষে দাবি করেন, চা বাগানের কোনও উন্নতিই করেননি মনোজ টিজ্ঞা। যা নিয়ে বিবাদ পৌঁছায় প্রধানমন্ত্রীর দরবার পর্যন্তও। এই নিয়েই শেষ হয় লোকসভা ভোট। ভোটে জিতেও যায় বিজেপি। তবে শেষ রক্ষা হল না বিধানসভা উপনির্বাচনে।
সব বাধাকে অতিক্রম করে বিধানসভা উপনির্বাচন দখল করে নিল তৃণমূল কংগ্রেস। বিজেপি থাকলে কাজ হচ্ছে না, কোথাও গিয়ে এই চিন্তায় মান্যতা পেল ভোটারদের ভোটে। তাই তো নতুন ইতিহাস গড়ে মাদারিহাট কেন্দ্র দখল করলেন তৃণমূল প্রার্থী জয়প্রকাশ টোপ্পো। বিজেপি প্রার্থীকে প্রায় ২৮ হাজার ভোটে হারিয়ে জয়ী হলেন তৃণমূলের টোপ্পো।