নিজস্ব সংবাদদাতা: মাদারিহাট বিধানসভা এলাকায় এবার বিজেপি প্রার্থী রাহুল লোহার ও সাংসদ মনোজ টিজ্ঞার নামে কুৎসা পোষ্টার পড়লো দিকে দিকে। পোষ্টারে যদি ও নাম নেই কাদের থেকে হয়েছে এই পোষ্টার। তবে ভোটের আগে পোস্টার ঘিরে ছড়িয়েছে উত্তেজনা।
এই কুৎসা পোষ্টার তৃণমূল করেছে বলে অভিযোগ করল বিজেপি। অপরদিকে তৃণমূলের থেকে দাবি করা হয়েছে তারা এতে জড়িত নয়।
রাত পোহালেই রাজ্যের ছয়টি কেন্দ্রের বিধানসভার উপনির্বাচন। ঠিক তার কয়েক ঘণ্টা আগে মাদারিহাট বিধানসভা কেন্দ্রের জলপাইগুড়ি জেলার সাঁকোয়াঝোরা ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন এলাকায় বিজেপি প্রার্থী রাহুল লোহারের বিরুদ্ধে কুৎসা পোস্টার পড়ল।
‘চার্জশিট’ নাম দিয়ে এই পোস্টারে রাহুল লোহারের বিরুদ্ধে নানা মন্তব্য করা হয়েছে। নানা অভিযোগ তুলে এই বেনামি পোস্টার নজরে আসতেই শোরগোল পড়ে গিয়েছে জেলা জুড়ে। তবে কে বা কারা ওই পোস্টার লাগালো এখনও অবধি কিন্তু কোনও কিছুই জানা যায়নি।
এই বিষয়ে বিজেপি আলিপুরদুয়ার জেলা সভাপতি ও সাংসদ মনোজ টিজ্ঞা জানান, পশ্চিমবঙ্গে তৃণমূল রাজনীতি উদ্ভব করেছে সেটা হচ্ছে কুৎসার রাজনীতি।
অপরদিকে তৃণমূলের আলিপুরদুয়ার জেলা সভাপতি প্রকাশ চিকবড়াইক জানান, এতে তৃণমূল কংগ্রেস জড়িত নয়। তিনি জানান, মাদারিহাট আসন তৃণমূল কংগ্রেস জিততে চলেছে। এই সব বিষয়ে তারা গুরুত্ব দিতে রাজি নন।