নিজস্ব প্রতিনিধি: আবারও পূর্ব মেদনীপুরের সৈকত শহর দীঘায় পুলিশ প্রশাসনের সাফল্য। দীঘা সমুদ্র সৈকতে প্রতিদিন লাখ লাখ পর্যটক ঘুরতে আসেন। দীঘায় ঘুরতে আসা পর্যটক তো আছেই এমনকি স্থানীয় মানুষজন দীঘায় এসে হারিয়ে ফেলেছেন মোবাইল। হারিয়ে যাওয়া মোবাইল অভিযান চালিয়ে প্রকৃত মালিকদের কাছে ফিরিয়ে দিল দীঘা থানা।
কেউবা এসেছিলেন দীঘা ঘুরতে আবার কেউ এসেছিলেন দীঘায় বাজার করতে। বিভিন্নভাবে চুরি হয়ে যাওয়া মোবাইলের বিষয়ে দীঘা থানায় লিখিত অভিযোগ দায়ের করে মোবাইলের প্রকৃত মালিকরা। অবশেষে কয়েক মাস পর মোবাইল ফিরে পেয়ে খুবই খুশি তারা।
দীঘা থানারই সাফল্যকে তারা কুর্নিশ জানাচ্ছে। দীঘা থানার ভারপ্রাপ্ত আধিকারিক ও ডিএসপিডিএনটি সহ দীঘা থানার পুলিশের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন আজকের এই বিশেষ কর্মসূচিতে। ১৬ জনের মধ্যে যারা আজ উপস্থিত ছিলেন তাদের হাতে মোবাইলগুলো তুলে দেওয়া হয়। মোবাইল ফিরে পেয়ে খুশি তারা।
Mobile | Digha | West Bengal | digha police