পঞ্চায়েত ভোট কীভাবে হয়েছিল তা জানেনই না ডিজিপি, আক্রমণ শুভেন্দুর

পঞ্চায়েত নির্বাচন থেকে শুরু করে একাধিক ইস্যু নিয়ে গতকাল শুক্রবার সাংবাদিক বৈঠক করেন রাজ্য পুলিশের ডিজিপি মনোজ মালব্য। আর এরপরেই সরব হলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

author-image
SWETA MITRA
New Update
dgp suvendu.jpg

নিজস্ব সংবাদদাতাঃ পঞ্চায়েত ভোট নিয়ে এবার রাজ্য পুলিশের ডিজিপি মনোজ মালব্যকে নিশানা করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। আজ শনিবার তিনি মনোজ মালব্য ও নির্বাচন কমিশনার রাজীব সিনহার দুটি ভিডিও শেয়ার করেন টুইটারে। এরপর নন্দীগ্রামের বিজেপি বিধায়ক জানান, ‘ডিজিপি পঞ্চায়েত নির্বাচন নিয়ে চিন্তিত। এটা স্পষ্ট যে পঞ্চায়েত নির্বাচনের পদ্ধতি এবং এটি কীভাবে পরিচালিত হয়েছিল সে সম্পর্কে তাঁর কোনও ধারণাই নেই!

 

৩৪৩ টি গ্রাম পঞ্চায়েত আসন

৭০০০ পঞ্চায়েত সমিতি

 

আমি বিস্মিত যে তিনি এই পরিসংখ্যানগুলি কোথা থেকে পেয়েছিলেন !! একেবারেই ভিত্তিহীন। তাঁর হাস্যকরতা চরমে ওঠে যখন তিনি দাবি করেন যে পঞ্চায়েত নির্বাচনের সময় ৭০ হাজারেরও বেশি বুথে যথাযথ সংখ্যায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছিল।  রাজ্য নির্বাচন কমিশনার নিজেই জানিয়েছেন, ১০ হাজারের বেশি বুথে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা যেত না। দুর্ভাগ্যবশত, যখন নির্বাচন পরিচালনার দায়িত্বে থাকা দুজন ব্যক্তি "লন্ডন, টকিং টোকিও" এর মতো আচরণ করেন, তখন এটি স্পষ্ট যে পঞ্চায়েত নির্বাচন একটি সম্পূর্ণ প্রহসন ছিল।‘