জল জীবন মিশন সহ সমস্ত প্রকল্পের দীর্ঘদিনের বকেয়া পেমেন্ট! এবার প্রতিবাদ

কারা নামল প্রতিবাদে?

author-image
Anusmita Bhattacharya
New Update
WhatsApp Image 2025-02-19 at 4.16.22 PM

নিজস্ব প্রতিনিধি, পশ্চিম মেদিনীপুর: All Bengal P.H.E Contractors Association এর ডাকে পশ্চিম মেদিনীপুর পি এইচ ইঞ্জিনিয়ার কন্ট্রাকটারস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের উদ্যোগে জনস্বাস্থ্য কারিগরি দপ্তরে জল জীবন মিশন সহ সমস্ত প্রকল্পের দীর্ঘদিনের বকেয়া পেমেন্ট না হওয়ার প্রতিবাদে মেদিনীপুরে এক্সুকিউটিভ ইঞ্জিনিয়ারের কাছে অবস্থান ও ডেপুটেশন কর্মসূচী গ্রহন করা হলো বুধবার। 

মুলত বকেয়া টাকা না পাওয়া এবং পি এইচ ই মেন্টেন সংক্রান্ত বিষয়ে লিখিত আকারে ডেপুটেশন দেওয়া হয় দপ্তরের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার গৌতম রায়কে। ডেপুটেশনে  উপস্থিত ছিলেন All Bengal  P.H.E  contractors Association মেদিনীপুর শাখার কন্ট্রাক্টরা সহ সংগঠনের সেক্রেটারি অশোক ব্যানার্জী, সংগঠনের সদস্য দীপক কুমার বাকলীসহ অনান্যরা। গৌতম বাবু জানান, "ওঁদের আবেদন ও দাবি আমাকে লিখিত আকারে দেওয়া হয়েছে। তা আমরা ফাইল করে আমাদের দপ্তরের উচ্চ পর্যায়ে পাঠিয়ে দেব"।